ভূমিকা: মালভাভিস্কাস হচ্ছে মালভেসি পরিবারে সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এই গণে অন্তর্ভুক্ত প্রজাতিগুলো বৃক্ষ ও গুল্ম উভয়ই হয়। বাগানের শোভাবর্ধনের জন্য লাগানো হয়ে থাকে।
বিবরণ: এই গণের প্রজাতিগুলো গুল্ম অথবা ছোট বৃক্ষ, কখনও শয়ান। এদের কান্ড বেলনাকার, কাষ্ঠল। পাতা খন্ডিত বা অখন্ড এবং মধুগ্রন্থি বিবর্জিত শিরাবিশিষ্ট।
পুষ্প কাক্ষিক, একক এবং প্রান্তীয় গুচ্ছে। উপবৃতির খন্ড ৬-৭ (৯)টি, নিম্নপ্রান্ত আংশিকভাবে যমক, নিচের অর্ধাংশ রৈখিক, উপরের অর্ধাংশ ছড়ানো, ভল্লাকার-চমসাকার, সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর একটি মধ্যশিরা বর্তমান।
বৃতি চমসাকার, ৫-খন্ডিত, খন্ডগুওলার নিম্নপ্রান্ত যমক। দলমন্ডল নলাকার, কখনও পুরোপুরি প্রস্ফুটিত হয় না, পাপড়িগুলো নিম্নপ্রান্তে সংযুক্ত।
পুংকেশরীয় স্তম্ভ বৃদ্ধিশীল, পরিনত পুষ্পে পাপড়ি ছাড়িয়ে যায়, ৫-দন্তক এবং পরাগধানীবাহক। শীর্ষাভিমুখে বিস্তৃত। গর্ভাশয় ৫-প্রকোষ্ঠীয়, প্রতি প্রকোষ্ঠে ডিম্বক ১টি, গর্ভদন্ড ১টি, প্রকোষ্ঠের দ্বিগুণ সংখ্যক শাখা বিশিষ্ট, প্রতিটি শাখা ১ সেমি পর্যন্ত লম্বা।
এই গণে একটি প্রজাতির নাম হচ্ছে দোলক লংকা জবা।
তথ্যসূত্র:
১. এস. কে. দত্ত (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৯ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৫৪। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Forest and Kim Starr
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।