সিজিজিয়াম মিরটাসি পরিবারের একটি গণের নাম

[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” shadow=”shadow-inner” rounded_corners=”rounded-10″]গণের বৈজ্ঞানিক নাম: Syzygium R.Br. ex Gaertn.. জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Edicots অবিন্যাসিত: Rosids বর্গ: Myrtales পরিবার: Myrtaceae গণ: Syzygium[/otw_shortcode_info_box]

বিবরণ: সিজিজিয়াম হচ্ছে মিরটাসি পরিবারের একটি গণের নাম। এরা বৃক্ষ অথবা গুল্ম। এদের পাতা সরল, প্রতিমুখ, অখন্ড, মসৃণ, প্রায়শই স্বচ্ছ বিন্দুবিশিষ্ট, সুস্পষ্ট অন্ত:কিনারীয় শিরাবিশিষ্ট। পুষ্প ছোট বা বড়, প্রান্তীয়, কাক্ষিক বা উভয়ই অথবা পার্শ্বীয় স্তবকে, কখনও যৌগিক ছত্রমঞ্জরীতে, মঞ্জরীপত্রিকা ক্ষুদ্র, আশুপাতী বা অনুপস্থিত। বৃতির নল মোচাকৃতি বা চুঙ্গি আকার, গর্ভাশয়ের নীচ থেকে জন্মায়, বৃতির খন্ডক ৪-৫টি, মুকুল অবস্থায় উন্মুক্ত, ক্ষুদ্র বা বৃহৎ, পাতী বা স্থায়ী, অস্পষ্ট অথবা সুস্পষ্ট, পুংকেশরীয় চক্র ক্ষীণ থেকে পুরু।

এদের পাপড়ি ৪-৫টি, গোলাকৃতি, অবতল, অগ্রভাগ পৃথক অথবা সংযুক্ত হয়ে একটি টুপি (calyptrate) গঠন করে। পুংকেশর অসংখ্য, পুংদন্ড সূত্রবৎ, দৈর্ঘ্যে বিভিন্ন রকম। গর্ভপত্র ২টি, যুক্ত, গর্ভদন্ড ১টি, গর্ভমুণ্ড সুক্ষ্ম খর্বাগ্রবিশিষ্ট, গর্ভাশয় ২-প্রকোষ্ঠীয়। ফল ১-প্রকোষ্ঠীয়, ১টি বা কয়েকটি বীজবিশিষ্ট বেরী, গোলকাকার, নাশপাতি আকার, দীর্ঘায়ত, বৃতির খন্ডকসমূহ মুকুট গঠন করে। বীজ গোলকাকার বা দীর্ঘায়ত, ভ্রুণ উপগোলকাকার, বীজপত্র সচরাচর পৃথকযোগ্য, রসালো এবং বীজপত্রাবকান্ড বেষ্টিত, ভ্রণমুকুল ক্ষুদ্র, বীজত্বক অমসৃণ।

সিজিজিয়াম গণে সারা দুনিয়ায় আছে প্রায় ১১০০ প্রজাতি, বাংলাদেশে আছে ২২টি প্রজাতি।

তথ্যসূত্র:

১. এম এ কাইয়ুম (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৯ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৯৩ । আইএসবিএন 984-30000-0286-0

আরো পড়ুন:  কোডিয়াম হচ্ছে ইউফরবিয়াসি পরিবারের একটি গণ

Leave a Comment

error: Content is protected !!