টামারিন্ডাস হচ্ছে ফেবাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের গণ

উদ্ভিদের গণ

টামারিন্ডাস

বৈজ্ঞানিক নাম: Tamarindus L., Sp. Pl. 1: 34 (1753).
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Eudicots অবিন্যাসিত: Rosids বর্গ:Fabales পরিবার:Fabaceae গণ: Tamarindus

ভূমিকা: টামারিন্ডাস হচ্ছে ফেবাসি পরিবারের সপুষ্পক একটি উদ্ভিদের গণের নাম। এই গণে একটি মাত্র প্রজাতি আছে যা হচ্ছে তেঁতুল যেটি ফল গাছ হিসাবে লাগানো হয়ে থাকে।

বিবরণ: এই গণের প্রজাতিটি সাধারণত বৃক্ষ। পত্র সম পক্ষল, পত্রক প্রতিমুখ, অনেক, ক্ষুদ্র, উপপত্র সূক্ষ্ম, আশুপাতী, উপপত্রিকা অনুপস্থিত। এদের পুষ্পবিন্যাস রেসিম, শাখার শীর্ষে জন্মে । মঞ্জরীপত্র ও মঞ্জরীপত্রিকা উপস্থিত। বৃত্যংশ ৪ টি, প্রান্ত-আচ্ছাদী। পাপড়ি ৩ টি, প্রান্ত-আচ্ছাদী। এদের পুংকেশর ৩ টি, সম্পূর্ণ, একটি আবরণের মাধ্যমে একত্রিত, উপরের অংশ চিড় যুক্ত, পুংদন্ডের মুক্ত অংশ খাটো, পরাগধানী দীর্ঘায়ত, সর্বমুখ, গর্ভাশয় সদন্ডক, বহু ডিম্বক যুক্ত, গর্ভদন্ড বৃতি নালির চাকতির সাথে যুক্ত, গর্ভমুন্ড শীর্ষীয়।

টামারিন্ডাস গণের ফল রৈখিক-দীর্ঘায়ত, অর্ধচাপা, গোমেন্টাম, বহিস্তৃক ভঙ্গুর, মধ্যত্বক রসালো, অন্তস্ত্বক চর্মবৎ, অভ্যন্তর পার্শ্ব প্রাচীর দ্বারা বিভেদিত। এদের বীজ বিডিম্বাকার, চাপা, বহিস্তৃক দৃঢ়, অসস্যল। বাংলাদেশে এই গণে কেবল তেঁতুল (বৈজ্ঞানিক নাম: Tamarindus indica) প্রজাতিটি পাওয়া যায়।

তথ্যসূত্র:

১.  বিএম রিজিয়া খাতুন  (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৬ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৫৪। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Dinesh Valke

Leave a Comment

error: Content is protected !!