বৈজ্ঞানিক নাম: Lagerstroemia thorelii
সমনাম: নেই।
বাংলা নাম: বিলাতি জারুল
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants
অবিন্যসিত: Angiosperms
অবিন্যসিত: Eudicots
অবিন্যসিত: Rosids
বর্গ: Myrtales
পরিবার: Lythraceae
গণ: Lagerstroemia
প্রজাতি: unresolved name].
বিবরণ: ঢাকায় জারুলের একটি অন্তরঙ্গ প্রজাতি আছে যার বাংলা নাম বিলাতি জারুল। এটিও জারুলের আয়তনবিশিষ্ট, কাণ্ড আরো মসৃণ, অধিকতর পাণ্ডুবর্ণ আর পাতা লম্বা-ডিম্বাকৃতি এবং আয়তনেও অনেকটা ছোট, আকারে পেয়ারা পাতার খুবই ঘনিষ্ঠ, কচি পাতা তামাটে। এরাও জারুলের মতোই পত্রমোচী এবং পত্রমোচনের কালও এক। কিন্তু ফুল ফোটে জারুলের অনেক পরে, ঘনবর্ষায় আর ফুল আয়তনে জারুলের চেয়ে অনেক ছোট এবং বর্ণেও ঈষৎ অনুজ্জ্বল। কিন্তু এই প্রস্ফুটনের প্রাচুর্য দীর্ঘস্থায়ী এবং উচ্ছলতা শরৎ অবধি অব্যাহত। তাই সৌন্দর্যের বিচারে সে জারুলের চেয়ে অধিকতর আকর্ষী। ফল ডিম্বাকৃতি এবং ছোট।
বিস্তৃতি: কার্জন হল ছাড়াও ঢাকা ক্লাবের পূর্ব-উত্তর কোণে একসারি সুদৃশ্য বিলাতি জারুল এখন পূর্বস্থানে নেই। টেনিস কমপ্লেক্সের পাশে একটি ও একটু দূরে পার্কে কয়েকটি আছে। আদি আবাস কোচিন-চীন।
তথ্যসূত্র:
১. দ্বিজেন শর্মা, শ্যামলী নিসর্গ, কথাপ্রকাশ, ঢাকা, চতুর্থ মুদ্রণ, জানুয়ারি ২০১৬ পৃষ্ঠা ৫৯।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।