বিলাতি জারুল বাংলাদেশের দুর্লভ পথতরু

বৈজ্ঞানিক নাম: Lagerstroemia thorelii Gagnep.

সমনাম: নেই।

বাংলা নাম: বিলাতি জারুল

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

জগৎ/রাজ্য: Plantae – Plants

অবিন্যসিত: Angiosperms

অবিন্যসিত: Eudicots

অবিন্যসিত: Rosids

বর্গ: Myrtales

পরিবার: Lythraceae

গণ: Lagerstroemia

প্রজাতি: Lagerstroemia thorelii Gagnep. এটি একটি অমীমাংসিত নাম [unresolved name].

বিবরণ: ঢাকায় জারুলের একটি অন্তরঙ্গ প্রজাতি আছে যার বাংলা নাম বিলাতি জারুল। এটিও জারুলের আয়তনবিশিষ্ট, কাণ্ড আরো মসৃণ, অধিকতর পাণ্ডুবর্ণ আর পাতা লম্বা-ডিম্বাকৃতি এবং আয়তনেও অনেকটা ছোট, আকারে পেয়ারা পাতার খুবই ঘনিষ্ঠ, কচি পাতা তামাটে। এরাও জারুলের মতোই পত্রমোচী এবং পত্রমোচনের কালও এক। কিন্তু ফুল ফোটে জারুলের অনেক পরে, ঘনবর্ষায় আর ফুল আয়তনে জারুলের চেয়ে অনেক ছোট এবং বর্ণেও ঈষৎ অনুজ্জ্বল। কিন্তু এই প্রস্ফুটনের প্রাচুর্য দীর্ঘস্থায়ী এবং উচ্ছলতা শরৎ অবধি অব্যাহত। তাই সৌন্দর্যের বিচারে সে জারুলের চেয়ে অধিকতর আকর্ষী। ফল ডিম্বাকৃতি এবং ছোট।

বিস্তৃতি: কার্জন হল ছাড়াও ঢাকা ক্লাবের পূর্ব-উত্তর কোণে একসারি সুদৃশ্য বিলাতি জারুল এখন পূর্বস্থানে নেই। টেনিস কমপ্লেক্সের পাশে একটি ও একটু দূরে পার্কে কয়েকটি আছে। আদি আবাস কোচিন-চীন।

তথ্যসূত্র:

১. দ্বিজেন শর্মা, শ্যামলী নিসর্গ, কথাপ্রকাশ, ঢাকা, চতুর্থ মুদ্রণ, জানুয়ারি ২০১৬ পৃষ্ঠা ৫৯।

আরো পড়ুন:  স্থলপদ্ম গাছ-এর নানাবিধ ভেষজ উপকারিতা

Leave a Comment

error: Content is protected !!