প্লুমেরিয়া হলো এ্যাসপারাগাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম

উদ্ভিদের গণ

প্লুমেরিয়া

গণের নাম: Plumeria L., Sp. Pl.: 209 (1753). জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms বর্গ: Gentianales পরিবার: Asparagaceae গণ: Plumeria

ভূমিকা: প্লুমেরিয়া হলো এ্যাসপারাগাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের গণ। বাংলাদেশে এই গণের ৩টি প্রজাতি পাওয়া যায় ছোট কাঠগোলাপ, সিঙ্গাপুরি কাঠগোলাপ, পাতি  কাঠগোলাপ

বিবরণ: তরুক্ষীরবাহী গুল্ম বা ছোট বৃক্ষ। কাণ্ড সাধারণত প্রশস্ত মজ্জা বিশিষ্ট ফাঁপা, কর্কবৎ। পত্র একান্তর বা সর্পিল, অধিকাংশ ক্ষেত্রে শাখার শীর্ষে গুচ্ছিত, কক্ষে গ্রন্থিল, সবৃন্তক বা অর্ধ-বৃন্তক। সাইম কাক্ষিক বা প্রান্তীয়, দ্ব্যাগ্র শাখাবিন্যাস, সমভূমঞ্জরী বা থায়ারসিফর্ম।

পুষ্প বৃহৎ ও দৃষ্টি আকর্ষক, বৃহৎ পর্ণমোচী মঞ্জরীপত্র বিশিষ্ট। বৃতি ৫-খন্ডিত, বাইরে গ্রন্থিল। দলমণ্ডল থলিকাকার বা কুপি-আকৃতি, খন্ড ৫টি, পরিব্যাপ্ত, মুকুল অবস্থায় ব্যবর্তিত, বেলনাকার নলসহ পুরু, উপাঙ্গ অনুপস্থিত, গলদেশ উন্মুক্ত। পুংকেশর ৫টি, অন্তর্ভূক্ত, নলের নিম্নাংশের সাথে যুক্ত, গর্ভমুণ্ড থেকে মুক্ত, দীর্ঘায়িত, যোজকবিহীন। চক্র (ফলক) উপস্থিত বা অনুপস্থিত, মাংসল, সাধারণত দলমণ্ডল নল আবৃত করে। গর্ভাশয় উপ-উধ্ববর্তী, ডিম্বক বহু ঐকচ, গর্ভদণ্ড ১টি, দ্বিমুণ্ডাকার, সরু গর্ভমুণ্ড বিশিষ্ট। ফল ফলিক্যাল। বীজ বহু সংখ্যক, বৃহৎ বিষম পক্ষস্থিত।

তথ্যসূত্র:

১. এম আতিকুর রহমান (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২০২। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!