ঘন্টাপারুল-এর বোটানিক্যাল নাম Screbera swietenioides Roxb. ফ্যামিলী Oleaceae. এই গাছের আর একটি প্রজাতি আছে, তার বোটানিক্যাল নাম s. pubescens Kurz., এ কোমল রোমশ, পক্ষাকার, উভয়দিকে ৩/৪ জোড়া পত্রিকা এবং সম্মুখে একটি পত্রিকা থাকে। ফুল ছোট, সাদা ও ধূসর রঙের, রাত্রে অধিক সুগন্ধ ছড়ায়। ফল কিছু ছোট। কাঠ ধূসর বর্ণের, কাঠ থেকে তাঁতের মাকু প্রস্তুত হয়। ঘণ্টাপারুল গাছের ঔষধের জন্য ব্যবহার্য অংশ হলো :—মূল, ফুল ও পাতা।
ব্যবহার্য অংশ:
পাতা: এটা স্বাদে তিক্ত, অতিশয় কটু; আমাশয় শূল, ক্রিমি, মূত্রকৃচ্ছ, অতিসার, রক্তহীনতা, বাত ও কফজ ব্যাধি এবং গুহ্যদ্বার সংক্রান্ত পীড়ায় ব্যবহার্য।
মূল: কুষ্ঠরোগে ব্যবহৃত হয়। মূলত্বকের ক্বাথ দিয়ে সরিষার তৈল পাক করে সেই তেল লাগালে দগ্ধব্রণ আরাম হয়।
ফুল: মধুর সঙ্গে মেড়ে খেলে হিক্কা আরাম হয়।
ঘন্টাপারুল বা ঘন্টাপাটালি-এর ব্যবহার
১. অম্লপিত্তে: পটোল পাতা ও ঘণ্টাপারুলের ক্বাথ ধনে ও শুঠ চূর্ণ সহ পান করলে অম্লপিত্ত থেকে আরাম পাওয়ার জন্য ব্যবহার করা হয়।
২. কুণ্ঠে: গাছের মূলের ছাল চূর্ণ দ্বারা প্রস্তুত ঘৃত কুষ্ঠ নিবারক। এটি সুশ্রুতের ব্যবস্থা।
৩. মুখরোগ ও গ্রহণীরোগে: ঘণ্টাপারুলের গাছের ছালের ছাই বা ভস্ম থেকে ক্ষারপ্রস্তুত পদ্ধতিতে ক্ষার তৈরী করে সেই ক্ষার ব্যবহার করলে এ দুটি রোগ সেরে যায়। এ ব্যবস্থাপত্র চরক সংহিতায় রয়েছে।
৪. বিষাক্ত অঞ্জনজনিত কষ্টে: এর ফুলের গাঁজলা দিয়ে তৈরি অঞ্জন প্রদান বিধেয়। সুশ্রুত সংহিতায় এর উল্লেখ বর্তমান ফুল অবশ্য কফপিত্তহর।
৫. প্রমেহ ও বাতরক্তে: ঘণ্টাপারুল গাছের ছালের ছাই থেকে প্রস্তুত করা ক্ষার ব্যবহার্য ব্যথানাশের কাজে ব্যবহৃত হয়। এটির উল্লেখও সুশ্রুত সংহিতায় আছে।
CHEMICAL COMPOSITION
Schrebera swietenioides Roxb.
Gum (sweet in taste) Contains: mannitol, fructose and a digalactoside (swietenose). Wood contains: acetic acid 2.2%, formic acid 0.2%, methyl alcohol 1.6%, pyroligneous acid 28.5%.
সতর্কীকরণ: ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ ওষুধ নিজ দায়িত্বে ব্যবহার করুন।
তথ্যসূত্রঃ
১. আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য: চিরঞ্জীব বনৌষধি খন্ড ৯, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, তৃতীয় মুদ্রণ ১৪০৫, পৃষ্ঠা, ৫০-৫২।
বি. দ্র: ব্যবহৃত ছবি flowersofindia.net থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Milind Girdhari
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।