লাফা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণ

গণের বৈজ্ঞানিক নাম: Luffa Mill., Gard. Dict. ed. 4 (1754).

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

জগৎ/রাজ্য: Plantae – Plants

শ্রেণী: Eudicots

উপশ্রেণি: Rosids

বর্গ:  Cucurbitales

পরিবার: Cucurbitaceae

উপপরিবার: Cucurbitoideae

গণ: Luffa Mill.  

বিবরণ: লাফা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গনের নাম। এরা বর্ষজীবী ভূশায়ী বীরুৎ। পত্র ৫-৭ খন্ডিত, কখনও গ্রন্থিযুক্ত। আকর্ষ দ্বি বা বহু খন্ডিত। পুষ্প সাধারণত হলুদ, সহবাসী।

পুং পুষ্প: রেসিম, বৃতি নল ঘন্টাকার বা কোণাকৃতি, খন্ড ৫টি, দলমন্ডল খন্ড ৫টি, মুক্ত, বিস্তৃত, পুংকেশর ৩টি, কদাচিৎ ৪টি বা ৫টি, বৃতি নলের অভ্যন্তরে সন্নিবিষ্ট, পরাগধানী বহির্মুখী, দীর্ঘায়ত বা ছড়ানো, ১টি ১-প্রকোষ্ঠী, অপর পরাগধানী ২-প্রকোষ্ঠী বা পুংকেশর ৫টির ক্ষেত্রে সব পরাগধানী ১-প্রকোষ্ঠী।

স্ত্রীপুষ্প: একল, বৃতি ও দলমন্ডল পুংপুষ্পের বৃতি ও দলমন্ডলের অনুরূপ, বন্ধ্যা-পুংকেশর ৩টি, কদাচিৎ ৪টি বা ৫টি, গর্ভশয় কোণাকৃতি বা বেলনাকার, অমরা ৩টি, গর্ভদন্ড স্তম্ভাকার, গর্ভমুন্ড ৩টি, দ্বিখন্ডিত। ফল দীর্ঘায়ত বা বেলনাকার, মসৃণ বা কন্টকাবৃত। বীজ অসংখ্য, দীঘায়ত, চাপা।

লাফা গণে বাংলাদেশে রয়েছে চারটি প্রজাতি। সেগুলো হচ্ছে ঝিঙ্গা, ধুন্দল, বিন্দাল এবং বড় ফলা নামে পরিচিত।

তথ্যসূত্রঃ

১. এম অলিউর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩১৮। আইএসবিএন 984-30000-0286-0

আরো পড়ুন:  এ্যাগানসমা সপুষ্পক গুল্ম জাতীয় উদ্ভিদের একটি গণের নাম

Leave a Comment

error: Content is protected !!