মমরডিকা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণ

উদ্ভিদের গণ

মমরডিকা

গণের বৈজ্ঞানিক নাম: Momordica L., Sp. Pl. ed. 1: 1009 (1753).
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants, শ্রেণী: Eudicots, উপশ্রেণি: Rosids, বর্গ:  Cucurbitales, পরিবার: Cucurbitaceae, উপপরিবার: Cucurbitoideae, গণ: Momordica L..

বিবরণ: মমরডিকা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণের নাম। এরা বর্ষজীবী বা বহুবর্ষজীবী আরোহী বা ভূশায়ী বীরুৎ। পত্র অর্ধ-গোলাকার বা ডিম্বাকার-তাম্বুলাকার, অখন্ড, ৩-৯ পদাঙ্গুলিকারে খন্ডিত। আকর্ষ সরল বা ২ খন্ডিত। পুষ্প হলুদ বা সাদা, ভিন্নবাসী বা সহবাসী। পুংপুষ্প: একল বা করিম্বোজ বা রেসিমোস, বৃতিনল ঘন্টাকার বা পেয়ালাকার, খন্ড ডিম্বাকার বা ভল্লাকার, দলমন্ডল চক্রাকার বা প্রশস্ত ঘন্টাকার, ৫ ভাগে বিভক্ত, খন্ড বিডিম্বাকার, দীর্ঘায়ত বা ডিম্বাকৃতি-দীর্ঘায়িত, পুংকেশর ৩টি, কখনও ৫টি বা ২টি, পুংদন্ড খাটো, পরাগধানী যুক্ত বা মুক্ত। স্ত্রীপুষ্প: একল, বৃতি ও দলমন্ডল পুংপুষ্পের বৃতি ও দলমন্ডলের অনুরূপ। গর্ভাশয় দীর্ঘায়ত বা মূলকাকার, গর্ভদন্ড সরু, গর্ভমুন্ড ৩টি। ফল বেরি সদৃশ, দীর্ঘায়ত, মূলকাকার বা বেলনাকার। বীজ রসস্ফীত, মসৃণ বা অমসৃণ।

মমরডিকা গণে বাংলাদেশে রয়েছে চারটি প্রজাতি যেগুলোর নাম হচ্ছে করলা, উচ্ছে, কাকরোলঘি করলা

তথ্যসূত্রঃ

১. এম অলিউর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩২১। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!