জংলি পান বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল এবং মায়ানমারের আরোহী গুল্ম

পানের প্রজাতি

জংলি পান

বৈজ্ঞানিক নাম: Piper hamiltonii C. DC., Fl. Brit. Ind. 5: 88 (1869).
সমনাম: জানা নেই। ইংরেজি নাম: Wild Pepper. স্থানীয় নাম: জংলী পান।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae; বিভাগ: Angiosperms; অবিন্যাসিত: Monocots; বর্গ: Liliales; গোত্র: Liliaceae; গণ: Piper; প্রজাতি: Piper betle L..

বর্ণনা:  জংলি পান বা জংলী পান পিপার গণের আরোহী গুল্ম। এরা প্রায়শই মাটির উপরে লতান, সম্পূর্ণ মসৃণ। কান্ড শক্ত। পাতা উপবৃত্তীয়, প্রায় তীক্ষ্ণাগ্র থেকে স্থুলাগ্র, ক্ষীণ চর্মবৎ, মসৃণ, ৫-৭ শিরাল, পাদদেশ হৃৎপিণ্ডাকার, প্রায়শই কিছুটা তির্যক, পত্রবৃন্ত ১.০-২.২ সেমি লম্বা।

পুষ্প একলিঙ্গী, ক্ষুদ্র। বৃত্যংশ এবং পাপড়ি অনুপস্থিত। পুং স্পাইক খাড়া, মঞ্জরীপত্র ছত্রাকার, প্রায় অবৃন্তক, পুংকেশর ৩টি, খাটো, পুংদন্ডের উপরে পরাগধানীর কোষগুলো খাড়া। স্ত্রী স্পাইক সরু, ৩-৬ সেমি লম্বা, গর্ভমুণ্ড ৪টি। ফল ড্রুপ, ক্ষুদ্র, ডিম্বাকার বা গোলকাকার, ২.৫ মিমি (প্রায়) লম্বা। ফুল ও ফল ধারণ অক্টোবর থেকে মার্চ মাসে।

ক্রোমোসোম সংখ্যা: জানা নেই।

আবাসস্থল:বনের ভিতরে ছায়াযুক্ত স্থান।

বিস্তৃতি: ভারত, ভুটান, নেপাল এবং মায়ানমার। বাংলাদেশে ইহা চট্টগ্রাম ও সিলেট জেলার বনভূমি থেকে রিপোর্ট করা হয়েছে (Hooker, 1886).

অর্থনৈতিক ব্যবহার/গুরুত্ব/ক্ষতিকর দিক: জানা নেই।

জাতিতাত্বিক ব্যবহার: জানা নেই।

বংশ বিস্তার: কর্তিত কান্ডের মাধ্যমে।

অন্যান্য তথ্য: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৯ম খণ্ডে (আগস্ট ২০১০) জংলি পান প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র কোনো সংকটের কারণ দেখা যায় এবং বাংলাদেশে এটি সংকটাপন্ন (VU) হিসেবে বিবেচিত। বাংলাদেশে জংলি পান সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটি সর্ব প্রথম খুঁজে বের করতে হবে এবং পরে স্ব-স্থানের বাইরে সংরক্ষণ করতে হবে ।[১]

তথ্যসূত্র:

১. এম আহসান হাবীব, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৯ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৯৩-৩৯৪। আইএসবিএন 984-30000-0286-0

আরো পড়ুন:  গোলমরিচ এর ৩০টি কার্যকরী ভেষজ গুণাগুণ

Leave a Comment

error: Content is protected !!