বন পিপুল নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের আরোহী গুল্ম

পিপারাসির প্রজাতি

বন পিপুল

বৈজ্ঞানিক নাম: Piper rhytidocarpum Hook. f., Fl. Brit. Ind. 5: 92 (1886). সমনাম: Piper madidum Y. C. Tseng (1986). ইংরেজি নাম: জানা নেই। স্থানীয় নাম: বন পিপুল।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae; বিভাগ: Angiosperms; অবিন্যাসিত: Magnoliids; বর্গ: Piperales; পরিবার: Piperaceae; গণ: Piper; প্রজাতি: Piper rhytidocarpum Hook. f.,.

বর্ণনা: বন পিপুল (বৈজ্ঞানিক নাম: Piper rhytidocarpum) পিপারাসি পরিবারের পিপার গণের আরোহী গুল্ম। এদের কান্ড গোলাকার, ২-৩ মিমি মোটা। বন পিপুলের পাতা স্থুল ডিম্বাকার, ৯-১২ x ৫-৭ সেমি, চর্মবৎ, শীর্ষ তীক্ষ্ণাগ্র-দীর্ঘাগ্র, পাদদেশ গোলাকৃতি, ৩-৫ শিরাল, মসৃণ, পত্রবৃন্ত ১.৫-৩.০ সেমি লম্বা।

পুষ্প ক্ষুদ্র, বেলনাকার স্পাইকে, মঞ্জরীপত্র ছত্রাকার, মঞ্জরীদন্ড ১.৫-২.২ সেমি লম্বা। বৃত্যংশ এবং পাপড়ি অনুপস্থিত। পুং স্পাইক সাদা, ঝুলন্ত, মঞ্জরীদন্ড ১.০-১.৫ সেমি লম্বা, ছড়ানো, মঞ্জরীপত্র দীর্ঘায়ত, অক্ষ লগ্ন, পুংকেশর ২টি, পুংদন্ড খাটো। স্ত্রী স্পাইক ১৪-৩০ X ১-২ সেমি, অক্ষ মসৃণ, মঞ্জরীপত্র দীর্ঘায়ত, গর্ভাশয় অধিগর্ভ, গর্ভদন্ড খাটো, গর্ভমুণ্ড ৩-৪টি, স্থায়ী, নিচের দিকে বাঁকা, ডিম্বক একক, খাড়া। ফল ড্রুপ, ক্ষুদ্র, ডিম্বাকৃতি বা গোলকাকার, ১-বীজি। বীজ অর্ধ বর্তুলাকার। ফুল ও ফল ধারণ ঘটে ফেব্রুয়ারী-এপ্রিল।

ক্রোমোসোম সংখ্যা: জানা নেই।

আবাসস্থল: চিরহরিৎ অরণ্যের বেড।

বিস্তৃতি: নেপাল, ভুটান এবং ভারত। বাংলাদেশে ইহা চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার বনভূমি থেকে রিপোর্ট হয়েছে।

অর্থনৈতিক ব্যবহার/গুরুত্ব/ক্ষতিকর দিক: জানা নেই।

জাতিতাত্বিক ব্যবহার: জানা নেই।

বংশ বিস্তার: বন পিপুল বংশ বিস্তার করা যায় কর্তিত কান্ডের মাধ্যমে।

অন্যান্য তথ্য: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৯ম খণ্ডে (আগস্ট ২০১০) বন পিপুল প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র কোনো সংকটের কারণ নেই এবং বাংলাদেশে এটি আশংকা মুক্ত (lc) হিসেবে বিবেচিত। বাংলাদেশে বন পিপুল সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটি বর্তমানে সংরক্ষণের জন্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণের প্রয়োজন নেই।[১]

আরো পড়ুন:  গোল মরিচ একটি ঔষধি গুণসম্পন্ন লতা জাতীয় উদ্ভিদ

তথ্যসূত্র:

১. এম আহসান হাবীব, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৯ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৯৭-৩৯৮। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!