পরিচিতি: গোলাপি অলকানন্দা অ্যাপোসিনাসিয়াই (Apocynaceae) পরিবারের একটি লতা জাতীয় গুল্মের প্রজাতি। এই পরিবারেরই অন্য দুটি প্রজাতি হচ্ছে অলকানন্দা ও রক্তকরবী। এর বৈজ্ঞানিক নামটি বেশ খটোমটো : স্ট্রফ্যানথাস গ্রাটুস (Strophanthus gratus). তবে এর প্রচলিত ইংরেজি নামগুলোর একটি হলো ক্লাইম্বিং ওলিয়েন্ডার আরেকটি হলো রোজ অ্যালামন্ডা। নামেই বোঝা যায়, রক্তকরবী আর অলকানন্দার সাথে এর চেহারা-বৈশিষ্ট্যের মিলও আছে।
কিন্তু এই ফুলটির সুরভী খুবই অনবদ্য। ফুলের চাইতে বরং কনফেকশনারির কোনো সুস্বাদু খাবারের ঘ্রাণ বলেই মনে হবে। এই কারণেই ফুলটির আরেকটি প্রচলিত নাম ক্রিমফ্রুট। ফুলটি একটু শক্তপোক্ত, একদম নাজুক নয়।
বিস্তৃতি: এরা লাইবেরিয়া, বুরকিনা ফাসো, আইভরি কোস্ট, ঘানা, নাইজেরিয়া, ক্যামেরুন, নিরক্ষীয় গিনি এবং গ্যাবনের আদি নিবাসী। এটি তাইওয়ানের মধ্যে প্রকৃতিগত করা হয়েছে। এই ফুলটি বাংলাদেশের রমনা পার্কে আছে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।