Menispermaceae পরিবারের অন্তর্গত Tiliacora গণের প্রজাতিগুলি চিরহরিৎ, কাষ্ঠাল লতা অথবা লতানে উদ্ভিদ। এই গণভুক্ত তিনটি প্রজাতি ভারতে জন্মে। তন্মধ্যে একটি প্রজাতি কেলেলতা বা তিলিয়াকরা, যার বোটানিক্যাল নাম Tiliacora acuminata Miers.
কেলেলতা-এর পরিচিতি
চিরহরিৎ পত্রাচ্ছাদিত কাষ্ঠাল কাণ্ডযুক্ত বহুবিস্তৃত লতানে উদ্ভিদ। শাখা-প্রশাখা কোমল ও হালকা রোমশ। ভারতের প্রায় সর্বত্র সাধারণতঃ বেড়ার উপর লতাতে কিংবা জঙ্গলে বড় গাছকে লতিয়ে উঠতে দেখা যায়। পাতা লম্বা, আয়তাকার, অগ্রভাগ সরু, গাঢ় সবুজ বর্ণের, সাধারণতঃ ২–৬ ইঞ্চি লম্বা, ইঞ্চির মত চওড়া। পুষ্পদণ্ড ৬–১২ ইঞ্চি লম্বা। পুরুষ পুষ্প ৩–৭টি করে একসঙ্গে ফোটে এবং স্ত্রী পুষ্প একটি করে ফোটে, ক্বচিৎ একসঙ্গে দু’টি। ফল আধ ইঞ্চির মত লম্বা, চ্যাপ্টা, অনেকটা ডিম্বাকৃতি, গুচ্ছবদ্ধ, পাকলে ফিকে লাল রঙের হয়। মে-জুন মাসে ফুল ফোটে এবং তৎপরে ফল ধরে।
গুণপনা
ঔষধার্থে ব্যবহার্য অংশ পাতা ও ডাঁটা। ভারতের কোথাও কোথাও জনসাধারণের মধ্যে এ ধারণাও প্রচলিত যে, এর শিকড় সর্পবিষ প্রতিষেধক ক্ষমতা সম্পন্ন। মূলের ছালে প্রধানভাবে দু’প্রকারের উপক্ষার থাকে। একটি টিলিয়াকোরিন ও অন্যটি টিলিয়ারিন। এই দু’টি প্রধান উপক্ষার ছাড়া আরো যে তিনটি উপক্ষারের অস্তিত্ব নজরে হলো—টিলিয়াকোরিনাইন, নরটিলিয়াকোরাইন-এ এসেছে, সেগুলি নরটিলিয়াকোরাইন-বি।
ভিলিয়াকরার পাতা বেটে প্রলেপ দিলে ফোড়া পাকে, ফাটে এবং শুকিয়েও যায়। তবে শুকিয়ে যাবার সময় পাতা বাটা কিংবা পাতার রস ঘিয়ের সঙ্গে ফুটিয়ে সেই ঘি লাগালে সত্বর আরাম হয়। কেলেলতার পাতা কিংবা পাতা ও ডাঁটার রস দিয়ে প্রস্তুত ঘি পচাঘায়ের পক্ষে একটি ভাল ঔষধ। তবে ঘি প্রস্তুতের সময় কোন অভিজ্ঞ চিকিৎসক কিংবা চিকিৎসক-কর্মীর সাহায্য গ্রহণ শ্রেয়।
সতর্কীকরণ: ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ ওষুধ নিজ দায়িত্বে ব্যবহার করুন।
তথ্যসূত্র:
১. আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য: চিরঞ্জীব বনৌষধি খন্ড ১১, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, সপ্তম মুদ্রণ ১৪২৬, পৃষ্ঠা, ২৭৮-২৭৯।
বি. দ্র: ব্যবহৃত ছবি flowersofindia.net থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম:S. Kasim
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।