জন ডিউই মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিক্রিয়াশীল গণবিরোধী দার্শনিক এবং শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিক্রিয়াশীল গণবিরোধী দার্শনিক এবং শিক্ষাবিদ জন ডিউইকে (John Dewey; ২০ অক্টোবর ১৮৫৯-১ জুন ১৯৫২ খ্রি.) আমেরিকান প্রাগমেটিজম বা প্রয়োগবাদী দর্শনের প্রতিষ্ঠাতা বলে গণ্য করা হয়। তিনি তাঁর এই দর্শনে এই অভিমতের উপর জোর দেন যে, কোনো ভাবের যথার্থতার মাপকাঠি হচ্ছে বাস্তব জীবনে তাঁর প্রত্যাশিত ফল পাওয়া, না-পাওয়া। অর্থাৎ কার্যক্ষেত্রে কোনো ভাব বা তত্ত্ব ফলদায়ক না হলে সে তত্ত্বের কোনো মূল্য নেই।

জন ডিউই চিকাগোতে তার চিন্তাধারার পরীক্ষাগার হিসাবে শিশুদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শিক্ষার বিষয়ে তাঁর প্রখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে, ‘দি স্কুল এ্যাণ্ড সোসাইটি’, ‘দি চাইলড এ্যাণ্ড দি কারিকুলাম’ এবং ‘হাউ ইউ থিঙ্ক’। ‘ডিমোক্রসি এ্যাণ্ড এডুকেশন’ তাঁর সমধিক প্রসিদ্ধ গ্রন্থ। এর প্রকাশকাল ১৯১৬।

শিক্ষার সমস্যার উপর রচিত তাঁর গ্রন্থসমূহে ডিউই শিশুদের শিক্ষাকে সমাজের চাহিদার সঙ্গে সংযুক্ত করা, কর্মের ভিত্তিতে শিক্ষা প্রদান, খেলাধুলার সঙ্গে শিক্ষার যোগ প্রভৃতি বিষয়ে তাঁর গভীর চিন্তা ও অভিজ্ঞতাপ্রসূত অভিমতসমূহকে প্রকাশ করেন। বিজ্ঞান ও প্রযুক্তি দ্বারা সমাজকে পরিবর্তনের ক্ষেত্রে মানুষের প্রজ্ঞার যৌথ সম্মিলন ও প্রয়োগের উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

জন ডিউই মূলত একজন প্রতিক্রিয়াশীল গণবিরোধী দার্শনিক। সারা দুনিয়ার তরুণদেরকে বিকাশমান বিপ্লবী মার্কসবাদ থেকে প্রয়োগবাদ এবং সাম্রাজ্যবাদের জন্য নিরাপদ প্রশাসনিক ও শিক্ষা সংস্কারের দিকে যারা নিয়ে যেতে চেয়েছিলেন, অধ্যাপক ডিউই ছিলেন সেসব প্রতিক্রিয়াশীলদের প্রিয় দার্শনিক ও ঋষি।[২]

তথ্যসূত্র:
১. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; জুলাই, ২০০৬; পৃষ্ঠা ১৩৩-১৩৪।
২. ইজরাইল এপস্টাইন, আফিম যুদ্ধ থেকে মুক্তি, অনুবাদ মাহফুজ উল্লাহ, বিদেশী ভাষা প্রকাশনালয়, পেইচিং, প্রথম সংস্করণ ১৯৮৫, পৃষ্ঠা ১৩২।

Leave a Comment

error: Content is protected !!