লিউসিপাস পরমাণুবাদের তত্ত্ব বিকাশের জন্য অবদান রেখেছিলেন

কয়েকটি প্রাচীন উৎস থেকে জানা যায় যে লিউসিপাস বা লিউকিপ্পাস (ইংরেজি: Leucippus; ৫০০-৪৪০ খ্রি.পূ.) একজন গ্রিক দার্শনিক ছিলেন যিনি প্রথমদিকে পরমাণুবাদের তত্ত্ব বিকাশের জন্য অবদান রেখেছিলেন। গ্রিক দার্শনিক ডিমোক্রিটাসের সমসাময়িক হলেও তিনি ছিলেন বয়োজৈষ্ঠ্য। বস্তুর অণুতত্ত্বের মূল ধারণা লিউসিপাসই প্রতিষ্ঠা করেন। ডিমোক্রিটাস তাঁর সেই ধারণাকে পূর্ণতর তত্ত্বের রূপ দেন।

লিউসিপাস বিজ্ঞানের আরো তিনটি মৌলিক ধারণার সৃষ্টি করেন। ১। চরম শূণ্যতা, ২। চরম শূণ্যতার মধ্যে সঞ্চারমান অণু, ৩। যান্ত্রিক অনিবার্যতা। তাঁর রচনাসমূহের যে সমস্ত অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে তার ভিত্তিতে এরূপ অনুমান করা যায় যে, লিউসিপাস কার্যকারণের বিধান এবং প্রয়োজনীয় যুক্তির বিধানও আবিষ্কার করেন। তিনি মনে করতেন, কারণ ব্যতীত কোনো কিছুরই উদ্ভব ঘটতে পারে না। এবং যা কিছু ঘটে তার পেছেনে প্রয়োজনের অনিবার্যতা সর্বাদাই বিদ্যমান থাকে।

তথ্যসূত্র:
১. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; জুলাই, ২০০৬; পৃষ্ঠা ২৬৪।

আরো পড়ুন:  আনাক্সিমেনিস ছিলেন প্রাচীন গ্রিসের দার্শনিক

Leave a Comment

error: Content is protected !!