ভূমিকা
স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে বইটিতে যে কবিতাগুলো নির্বাচন করা হয়েছে তা ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে লেখা। এই সময়ের মধ্যে বাংলাদেশে শ্রমিক-কৃষকগণ নিজেদের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন, প্রতিবাদের আওয়াজ তুলেছেন। কিন্তু এই প্রতিবাদ তাঁদের জীবনে পরিবর্তন এনেছে খুব সামান্যই। এই কয়েক বছরে রাজনীতির সাথে সাথে বদলে গেছে অনেক স্বপ্ন।
যখন প্রয়োজন বিদ্রোহের তখন কবিতা খুব সামান্যই ভূমিকা রাখতে পারে; আর যখন শ্রমিক কৃষক অনবরত মৃত্যু মুখে থাকেন, তখন কবিতা একজনকেও বাঁচাতে পারে না, ফলে কবিতার তেমন প্রয়োজন এই সময়ে ছিলো না। তদুপরি আমি কবিতাকে অস্ত্র হিসেবে ভেবেই এগুলো লিখেছিলাম। কবিতাগুলো লেখার সময় আমি সাধারণ দৃষ্টি দিয়ে যেমন ঘটনাকে দেখেছি, তেমনি তার অর্থনৈতিক ভিত্তি খোঁজার চেষ্টা করেছি।
বইটিতে আমি একটি স্বপ্ন গেঁথেছি, যার রং বাস্তব পৃথিবীর বুক থেকে নেওয়া হয়েছে। এখানে ব্যক্তিগত আবেগ, অনুভূতি, দুঃখ ও কষ্টকে সামষ্টিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জনগণের পাশে থেকে যারা ছেলে ভুলানো গান শুনিয়ে মিথ্যা মায়ায় বেঁধে শ্রম-শক্তির মূল্য চুরি করে, সেই সব শত্রুকে চিহ্নিত করা হয়েছে এখানে। জনগণের শত্রু কতিপয় রাজনীতিকদের কারণে দেশের জনগণ নিপীড়িত; সেই নিপীড়িতের পক্ষে স্বপ্নবাজ সৈনিকেরা কবিতায় ন্যায্য দাবি তুলেছেন।
বদলে যাওয়া সময়ে অর্থনীতি, রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক রূপের যে পরিবর্তন হয়েছে তার ফলে শ্রমিক ও কৃষকের হারিয়ে যাওয়া স্বপ্নকে প্রকাশের সামান্য চেষ্টা আছে এই বইয়ে। আশা করি পাঠকদের কবিতাগুলো ভালো লাগবে।
৮ সেপ্টেম্বর ২০১৭
দোলন প্রভা
স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কাব্যগ্রন্থের সূচিপত্র
১. নাগমতির সুর
২. আগমনীর পত্র ৩. স্মৃতিচারণ ৪. ভোরের ডাক ৫. অপরাজিতা ৬. চারণ ভূমি ৭. সভ্যতা ৯. নীরবতা ১০. প্রতীক্ষা ১১. নিরালা দুপুর ১২. ভিন্ন কিছু ১৩. দিগন্ত ১৪. তৃপ্ত আশার খোঁজে ১৫. নোনা শ্রমিক ১৭. পেয়ালা ১৮. সম্পর্ক ১৯. তোমার স্মৃতিতে জেগে ওঠে শক্তি ২০. অনুভূতি ২১. হারানো শিল্পী ২২. কাক ও ঝড় ২৩. তুমি মৃত জেনেও ২৪. গাঁথুনি ২৫. বিভাজন ২৬. যুগল প্রতিজ্ঞা ২৭. অপেক্ষা ২৮. তামাটে মুখ |
২৯. কবিতা জানাতে চায়
৩০. ব্রহ্মশৈলী ৩১. স্বপ্নবাজ বীর ৩২. আলোর কাছাকাছি ৩৩. ফুলবাড়ির ফুলগুলো ৩৪. আশা ৩৫. একটি মৃত্যু ৩৬. ব্যক্তিগত ভাবনা ৩৭. রেখা ৩৮. অরণ্যের মিছিল ৩৯. প্রশ্ন ৪০. ব্যর্থতা ৪১. ক্ষত ৪২. বিকেলের কূলে ৪৩. এক রাত ৪৪. মৃত প্রেম ৪৫. স্বপ্নওয়ালা ৪৬. ঘুড়ি ৪৯. তুমি এক নক্ষত্র ৫০. কবিতা ৫১. পালিশ ৫২. উর্বর ৫৩. জমানো বৃষ্টি ৫৪. কথা ছিলো ৫৫. ডাঙ্গিপাড়া ৫৬. কবিতার জন্ম |
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।