“স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” কবিতাগ্রন্থের আলোচনা
‘স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে’ কবি দোলন প্রভার একটি ব্যতিক্রম ধর্মী কাব্যগ্রন্থ। মানুষ যখন মৌলিক সমস্যাগুলোকে পাশ কাটিয়ে শুধু ঘাস, ফুল, যৌনতা আর অন্ধ স্বপ্নের তোয়াজে ব্যস্ত যখন কথিত লেখকরা, পচা নর্দমায় অবরুদ্ধ যখন সাহিত্য সময়, “স্বপ্বের পাখিরা ওড়ে যৌথ খামারে” কাব্যগ্রন্থটি নিয়ে দোলন প্রভা স্রোতের বিপরীতেই দাঁড়ালেন বৈকি। আরো পড়ুন