এক অস্থায়ী চিত্র

বাঁশির শব্দে
সবুজ আলোয়
আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে ট্রেন ।

প্ল্যাটফর্মের খালি বেঞ্চে, মনে করুন, আপনি একা
বসে বসে
শুধুমাত্র দেখছেন ।
সামনেই
যেখানে যার থাকার কথা
নিজের নিজের জায়গায়..
কেউ নেই।

কাছের মানুষ
মায়া কাটিয়ে
চলেছে দূরপাল্লায়।

তাকিয়ে দেখুন,
এক মুহূর্তে সমস্ত মুখ
ভিড় করেছে জানলায়—

বুকের কাছে ফুলের গুচ্ছে
নড়ছে কাছে-থাকার ইচ্ছে
ওঠানো হাত বিদায় নিচ্ছে

রুমাল উড়ছে
রুমাল উড়ছে

হঠাৎ…..

দাঁড়িয়ে গিয়ে
স্টেশনের সেই স্থিরচিত্র নড়িয়ে দিল
ট্রেন।

টেনেছিল
নিশ্চয় কেউ চেন।

আপনি তখন তাকিয়ে দেখছেন—

থেমে যাওয়ার এ বিকৃতি
ধুলোয় ফেলে দিয়েছে স্মৃতি
খুঁজছে সবাই
পরষ্পরকে ফেলে পালানোর জো।

তবেই দেখুন,
সময়মত যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য।

আরো পড়ুন:  তুমি মৃত জেনেও

Leave a Comment

error: Content is protected !!