বাঁশির শব্দে
সবুজ আলোয়
আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে ট্রেন ।
প্ল্যাটফর্মের খালি বেঞ্চে, মনে করুন, আপনি একা
বসে বসে
শুধুমাত্র দেখছেন ।
সামনেই
যেখানে যার থাকার কথা
নিজের নিজের জায়গায়..
কেউ নেই।
কাছের মানুষ
মায়া কাটিয়ে
চলেছে দূরপাল্লায়।
তাকিয়ে দেখুন,
এক মুহূর্তে সমস্ত মুখ
ভিড় করেছে জানলায়—
বুকের কাছে ফুলের গুচ্ছে
নড়ছে কাছে-থাকার ইচ্ছে
ওঠানো হাত বিদায় নিচ্ছে
রুমাল উড়ছে
রুমাল উড়ছে
হঠাৎ…..
দাঁড়িয়ে গিয়ে
স্টেশনের সেই স্থিরচিত্র নড়িয়ে দিল
ট্রেন।
টেনেছিল
নিশ্চয় কেউ চেন।
আপনি তখন তাকিয়ে দেখছেন—
থেমে যাওয়ার এ বিকৃতি
ধুলোয় ফেলে দিয়েছে স্মৃতি
খুঁজছে সবাই
পরষ্পরকে ফেলে পালানোর জো।
তবেই দেখুন,
সময়মত যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।