ফুল থাক ফুলের মতো
খাঁড়া খাঁড়ার মতো
ফুল তুলে কেউ যেন আমাকে কাটতে
খাড়া তুলে কেউ আমাকে
যেন গন্ধ শোঁকাতে না আসে
যার যে জায়গা
সেখানেই সে যেন
মাটি কামড়ে প’ড়ে থাকে
জল থাক জলের মতো
আগুন আগুনের মতো
এ ওর পা মাড়িয়ে দিয়ে
জল যেন জ্বালাতে
আগুন যেন জুড়োতে না চায়
নুন নিয়ে
এখন আমি পাকা ঘরে
এ বড় বাহারে খেলা
আমার চারদিকে আল দিয়ে রেখেছে
সময়
আলটপকা হয়ে
যেদিকে দুচোখ যায়
যেতে ইচ্ছে করে
ছাড়ের মধ্যে বাঁধন
বাঁধনের মধ্যে ছাড়
দিনের মনে দিন থাক
রাত তার মনিহারি জিনিস ফেরি করুক
নুন নিয়ে
এখন আমি আমার পাকা ঘরে।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।