বুড়ি বসন্ত

ফুল থাক ফুলের মতো

খাঁড়া খাঁড়ার মতো

 

ফুল তুলে কেউ যেন আমাকে কাটতে

     খাড়া তুলে কেউ আমাকে

           যেন গন্ধ শোঁকাতে না আসে

 

যার যে জায়গা

       সেখানেই সে যেন

             মাটি কামড়ে প’ড়ে থাকে

 

জল থাক জলের মতো

আগুন আগুনের মতো

এ ওর পা মাড়িয়ে দিয়ে

      জল যেন জ্বালাতে

           আগুন যেন জুড়োতে না চায়

 

নুন নিয়ে

এখন আমি পাকা ঘরে

 

এ বড় বাহারে খেলা

আমার চারদিকে আল দিয়ে রেখেছে

             সময়

 

আলটপকা হয়ে

        যেদিকে দুচোখ যায়

                যেতে ইচ্ছে করে

 

ছাড়ের মধ্যে বাঁধন

       বাঁধনের মধ্যে ছাড়

               দিনের মনে দিন থাক

                     রাত তার মনিহারি জিনিস ফেরি করুক

 

নুন নিয়ে

এখন আমি আমার পাকা ঘরে।

আরো পড়ুন:  দেশ বিচিত্রা

Leave a Comment

error: Content is protected !!