বুড়োর কানের কাছে এনে মুখ
বললাম হেঁকে,
‘ওহে, বেলা গেল। ’
বুড়ো হেসে বলে, ‘ওরে উজবুক,
তবে তো এখনই
কনে-দেখা-আলো।’
বললাম, ‘বুড়ো, বেঁচে করবে কি ?
চোখেও দেখ না,
কানেও শোনে না।
বুড়ো হেসে বলে,
‘আর সব মেকি
জীবনের সোনা আসলে রসনা।’
ডানা-কাটা এক পরী এল ঘরে
ভরল পাত্র
মদ ও মাংসে।
বুড়োকে ডাকতে গিয়ে
চাপা স্বরে
দেখে চোখ তুলে চিৎপটাং সে ।।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।