সাদা চুলে
দেখতে পাচ্ছি দরোজার
ঝানকাঠে দাঁড়িয়ে—
টেবিলে পা তুলে
কোথাকার কে এক ছোকরা
তর্জনী নাড়িয়ে
সামনের দেয়ালকে বলছে,
‘কে ওখানে বটো ?
হটো হটো হটো!’
বাইরে বেরিয়ে ভাবি
দেয়ালের কান নেই
শোনে না, ভাগ্যিস !
নাহলে মাথায় ভেঙে পড়ত ছাদ
শূন্যতাকে ভ’রে দিত
শুধুই রাবিশ ।
ঘুরে ফের জানলায় আসি,
মুখ বাড়িয়ে দেখি –
একি !
চোখে দিয়ে ঠুলি
ছোকরাটি সমানে বলছে
সেই এক বাধাবুলি
‘হটো হটো হটো!’
ঘরের ভেতরে কোনো দৃশ্য নয়,
টেবিলে পা তুলে
ঝাপসা এক দূরের অন্বয় –
বহুকাল আগে তোলা।
আমাদের যৌবনের ফটো।।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।