ভাই আমাকে বকুক ঝকুক
দিগ কে যতই খোঁটা—
যমের দুয়োরে কাঁটা দিচ্ছি,
ভাইয়ের কপালে ফোঁটা।
ভাইয়ের সঙ্গে আড়ি আমার,
ভাইয়ের সঙ্গে ভাব
সেলাই করি তারই মাপে
রাজার কিংখাব ।
কাঠ কুড়োচ্ছি বনে,
ভাই রয়েছে রণে—
নিজের হাতে বেঁধে দিয়েছি
তরোয়ালের খাপ।
ভাইয়ের হাতে সেই সে অসি
ঝলমল করে ?
অন্ধকারের সিংহাসন যে
টলমল করে।
দিনের স্মৃতি বুকে রেখেছি,
স্বপ্ন চোখের কোলে—
কখন যে ভাই ঘরে ফিরবে
ঘুমে পড়ছি ঢ’লে।
ফুল তুলেছি বনে,
দেখে রেখেছি কনে—
হাত পুড়িয়ে রেধে রেখেছি
ভাইকে দেব ব’লে।
শেকলগুলো ভাঙছে কোথায়
ঝন্ ঝন্ করে!
নিশান ওড়ে, রথের চাকা
বন্ বন্ ঘোরে!
ভাই এনেছে লক্ষ্মীর ঝাপি,
খুলে ফেলেছে তালা—
দেখ ও ভাই, তোমার জন্যে
গেঁথে রেখেছি মালা।
ভাই আমাকে নাই বা দেখুক,
মারুক লাথি ঝাঁটা—
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়োরে কাঁটা।।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।