মারা অত সহজ নয়
একটি আছে
আরেকটির জোরে
ঘোড়াগুলো বাঘের মতো খেলছে।
তোমাদের রাজাগুলোক সামলাও হে,
নইলে
এই কিস্তিতেই মাত যে !
ঘোড়াগুলো বাঘের মতো খেলছে।
২
মরুভূমির কড়াইতে টগবগ
টগবগ করছে
ফুটন্ত তেল –
ভাগো!
রবারের বনে বনে ঝুলছে
দড়ির ফাঁস।
পালাও !
লোভের কাটা-মারা জুতোগুলো
পায়ে পায়ে বেধে
ছিঁড়ছে।
৩
চাল ফেরত নেই,
সারা পৃথিবীটাকে বাজি রেখে
আমাদের খেলা।
ওদের বল ওরা যেভাবেই সাজাক
আমরা আড়াই-ঘরের পাল্লায়
ওদের পাব ।
ঘোড়াগুলো বাঘের মতো খেলছে ।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।