ঘোড়ার চাল

মারা অত সহজ নয়

একটি আছে

আরেকটির জোরে

 

        ঘোড়াগুলো বাঘের মতো খেলছে।

 

তোমাদের রাজাগুলোক সামলাও হে,

নইলে

এই কিস্তিতেই মাত যে !

 

ঘোড়াগুলো বাঘের মতো খেলছে।

 

মরুভূমির কড়াইতে টগবগ

টগবগ করছে

ফুটন্ত তেল –

 

ভাগো!

 

রবারের বনে বনে ঝুলছে

দড়ির ফাঁস।

 

পালাও !

 

লোভের কাটা-মারা জুতোগুলো

পায়ে পায়ে বেধে

ছিঁড়ছে।

 

চাল ফেরত নেই,

সারা পৃথিবীটাকে বাজি রেখে

আমাদের খেলা।

 

ওদের বল ওরা যেভাবেই সাজাক

আমরা আড়াই-ঘরের পাল্লায়

ওদের পাব ।

 

ঘোড়াগুলো বাঘের মতো খেলছে ।

আরো পড়ুন:  এক রাত

Leave a Comment

error: Content is protected !!