ঘরের বাইরে, বাইরের ঘরে

ঘরের বাইরে বাইরের ঘরে

শিশিরে শ্রাবণে

জলবৃষ্টিতে তুফানে ও ঝড়ে

সভায় বা নির্জনে

স্বচ্ছন্দে যে নিজের জন্যে পারে

ঘর বেঁধে নিতে

       বটের ঝুরিতে

       আলোয় অন্ধকারে

পান্থপাদপে

ভ’রে যাবে মরুভূমি

ফাল্গুধারায় আপনাকে দেবে সঁপে

তার কাছে মৌসুমী।।

আরো পড়ুন:  পৃথিবীর কামরায়

Leave a Comment

error: Content is protected !!