গদি
তার মধ্যে গা ঢাকা দিয়ে থাকে
জী-হাঁর পিছে লুকিয়ে রেখে হাঁ-কে
শান্তশিষ্ট ল্যাজবিশিষ্ট এক পশুরাজ
যদি
ঘাঁটি
যতই কেন আগলে রাখুক সদলে সবলে
কথার সঙ্গে কাজের অমিল মাত্রাছাড়া হলে
আস্তে আস্তে পায়ের তলায় সরে যাবেই
মাটি
হাঁড়ি
যেন না ফাটে হাটের মধ্যে হঠাৎ
দেখার জন্যে যথাস্থানে দেওয়া হয়েছে বরাত
তবুও ভয় কখন কী হয়ে ছেড়ে যেন যায়
নাড়ি
মালুম
হয় না যখন কোনখানে ঠিক ফারাক
সৎ-অসতের, কোথায় থাকছে ফাঁক
ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে হঁকাচমকা
হালুম॥
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।