দরজা ভেজানো ছিল
অনভ্যাসে
নত হতে না পারায়
মাথা ঠুকে গিয়েছে ঝনকাঠে
ফুটো মালসা, জল শেষ
উঠোনে তুলসীর প্রেতচ্ছায়া
নাচায় প্রদীপ
দাওয়ার ওপর রাখা
জলচৌকি
পা-ধোয়ার জল, গামছা
কাঠের খড়ম
দড়ির আলনায় ঝুলছে
উর্দি ছেড়ে পরবার মতন
আটপৌরে কাপড়
শূন্য ঘর,
পিঁড়ি পাতা,
পাথরে গরম ভাত,
কাঁচালঙ্কা, গন্ধরাজ লেবু
মেঝেতে শোয়ানো হাতপাখা,
বাইরে শব্দ কাচের চুড়ির –
ছুটে গিয়ে দেখি
অবিকল তার মত
অথচ সে নয়
অন্ত্যমিল, অনুপ্রাস,
উৎপ্রেক্ষা, যমক
কিছু নেই।
সাদা সি থি, মোটা থানে তাকে
দেখাচ্ছে স্বর্গীয়।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।