দেবতার থানে ধ’রে দিয়ে পাঁচসিকে
কিনে নেব ত্রাণ –
আমরা নই সে চিজ
হানা দিলে বান
ডেকে তুলে পড়শিকে
চলে আমাদের তদন্ত তজবিজ।
পেটে পড়ে টান,
পড়ক –
উঁচুতে টাঙাই শিকে
পদ্মপাতায় ভালো ক’রে মুড়ে
মাটির হাঁড়ির মুখ
হাতের নাগাল থেকে ঢের দূরে
তুলে রেখে দিই বীজ
এ দুর্দৈবে
অপূর্ণ সব সাধনা ও সাধ যদি
হয় অন্তর্জলি
যদি যায় নিবে
ফুৎকারে দীপাবলী—
ঝেড়ে ফেলে সব স্বখাতে ফিরবে নদী
জল নেমে গেলে পলি
সে ভার বইবে –
ঘটাবে ভাঙা ও গড়ার সপ্তপদী॥
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।