খেলনাগুলো পড়ে রইল
ছড়িয়ে ছিটিয়ে
দেশলাইয়ের বাক্স জোড়া দিয়ে
তৈরি করা রেল
উনুন কড়াই খুন্তি
চালডাল ভাড়ার হেঁশেল
হাত-খসা পা-খসা
মুণ্ডুহীন
কয়েকটা পুতুল
চেয়ার টেবিল টুল
মুখোলে ফোটানো
রাক্ষসখোক্কস দৈত্যদানো
এর পর চোখ বুঁজলে
শুরু হবে সত্যিকার পাল
এসব তো খেলা।।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।