ভাবছি।
একটা গাড়ি কিনব ?
না কি একটা বাড়ি?
আমার মতে, গাড়িই ভালো –
না কি বলেন, বাড়ি ।
বাড়ি হলেও মন্দ হয় না
কিন্তু দেখুন, গাড়ি –
কত সুবিধে। মনে করলেই
ডায়মণ্ডহারবার
কিংবা ধরুন, উইকেণ্ডে রাঁচি!
নো মশা, নো-মাছি।।
তেলের ব্যাপার তা অবিশ্যি,
গাড়ির বেলায় ঐ
একটাই যা মুশকিল।।
সেদিক থেকে বাড়ি থাকলে
খরচা নেই, থাকলেও সামান্যই।
বরং বাড়ি ভাড়া দিয়ে
সেই টাকায় গাড়ি
চড়া যায় বেশ মনের সুখে
আমি বলি কি,
তার চেয়ে কি ভালো নয় কেনা
একই সঙ্গে বাড়ি এবং গাড়ি ?
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।