কি বলেন

ভাবছি।

  একটা গাড়ি কিনব ?

      না কি একটা বাড়ি?

 

আমার মতে, গাড়িই ভালো –

   না কি বলেন, বাড়ি ।

 

বাড়ি হলেও মন্দ হয় না

কিন্তু দেখুন, গাড়ি –

কত সুবিধে। মনে করলেই

       ডায়মণ্ডহারবার

কিংবা ধরুন, উইকেণ্ডে রাঁচি!

 

নো মশা, নো-মাছি।।

 

তেলের ব্যাপার তা অবিশ্যি,

      গাড়ির বেলায় ঐ

একটাই যা মুশকিল।।

 

সেদিক থেকে বাড়ি থাকলে

খরচা নেই, থাকলেও সামান্যই।

 

বরং বাড়ি ভাড়া দিয়ে

    সেই টাকায় গাড়ি

চড়া যায় বেশ মনের সুখে

আমি বলি কি,

  তার চেয়ে কি ভালো নয় কেনা

 

একই সঙ্গে বাড়ি এবং গাড়ি ?

আরো পড়ুন:  কবিতার জন্ম

Leave a Comment

error: Content is protected !!