কেউ দেয় নিকো উলু
কেউ বাজায়নি শাঁখ,
কিছু মুখ কিছু ফুল
দিয়েছিল পিছুডাক।
পরনে ছিল না চেলি
গলায় দোলে নি হার;
মাটিতে রঙীন আশা
পেতেছিল সংসার।
আকাশের নীল গায়ে
শপথের ইস্পাত;
দরজায় পিঠ দিয়ে
বাইরে গভীর রাত।
সারা বাড়ি থমথমে
সিঁড়ি একদম চুপ
দেয়ালে নাচায় ধোঁয়া
জানালায় রাখা ধূপ!
মুঠো মুঠো তারা নিয়ে
কড়ি খেলছিল মেঘ;
ভুলে গেছে বুঝি হাওয়া
ঝড়ঝঞ্ঝার বেগ!
হঠাৎ যে কোথা থেকে
ছুটে এসেছিল ঝড়;
ঢেউয়ের চূড়ায় উঠে
দুলে উঠেছিল ঘর।
দু-জোড়া বন্ধ ঠোঁটে
থেমে গিয়েছিল গান।
চোখে রেখেছিল হাত
টেবিলের বাতিদান।
জীবনের হ্রদে স্মৃতি
চোখ বুঁজে দিল ঝাঁপ;
ভিজিয়ে সে জলছবি
তুলে নিল এই ছাপ॥
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।