এইও! কাউকে বলবে না
পাহাড়ে উঠছে বানরসেনা
একপা দু-পা-তিন-পা
সবার আগে শের পা
যেই না পথ ফুরোয়
পৌঁছে যায় চুড়োয়
চেঁচিয়ে কয়, নামো নামো
ল্যাজ আনিনি, আরে রামো
কাজেই আবার এক-পা দু-পা
হুপ পা হুপ, হুপ পা হুপা।
পথ গেল যেই ফুরিয়ে
ল্যাজগুলো নেয় কুড়িয়ে
চুড়োর ওপর উঠে ব’সে
হুশ হল ল্যাজ গেছে খ’সে
আবার নামো, আবার ওঠো
লম্বা রাস্তা করতে ছোটো
ঠিক করেছে অঙ্ক ক’ষে
মধ্যিখানে থাকবে ব’সে
সেয়ানা সব বানরসেনা
উঠবে না আর, নামবে না।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।