ওঠাপড়া

এইও! কাউকে বলবে না
পাহাড়ে উঠছে বানরসেনা

একপা দু-পা-তিন-পা
সবার আগে শের পা

যেই না পথ ফুরোয়
পৌঁছে যায় চুড়োয়

চেঁচিয়ে কয়, নামো নামো
ল্যাজ আনিনি, আরে রামো

কাজেই আবার এক-পা দু-পা
হুপ পা হুপ, হুপ পা হুপা।

পথ গেল যেই ফুরিয়ে
ল্যাজগুলো নেয় কুড়িয়ে

চুড়োর ওপর উঠে ব’সে
হুশ হল ল্যাজ গেছে খ’সে

আবার নামো, আবার ওঠো

লম্বা রাস্তা করতে ছোটো
ঠিক করেছে অঙ্ক ক’ষে
মধ্যিখানে থাকবে ব’সে
সেয়ানা সব বানরসেনা

উঠবে না আর, নামবে না।

আরো পড়ুন:  আমরা এবং ফেরেশতা বর্জিত রাস্তা

Leave a Comment

error: Content is protected !!