দলভুক্ত

শ্রদ্ধানন্দ পার্কে সভা, লেনিন দিবস, লাল-পাগড়ি মােতায়েন,

আতঙ্কিত অন্তরাত্মা, ইষ্টনাম জপে রক্তচক্ষু মাড়ােয়ারি;

নির্ভীক মিছিল শুধু পুরোভাগে পেতে চায় নির্ভুল গায়েন,

 

ইতিহাস স্পষ্টবক্তা, ভারী ট্যাঁক কিন্তু মুদ্রাযন্ত্রের ভাড়াবী,

কড়ায়-গণ্ডায় ধূর্ত অধ্যাপক গােয়েন্দার প্রাপ্য গুনে নেন ,

‘সবি তাে শূন্যের রঙ্গ’ ফিরঙ্গ পাড়ায় সন্ধ্যা দেখে হাওয়াগাড়ি,

 

স্বপ্ন-স্বর্গ অকর্মণ্য মগজের, চন্দ্রাহত জব্দ কাঁটা-তাবে,

হাতুড়ি বিদ্যুৎগতি বিস্ফোরক স্ফুলিঙ্গের গম্বুজে লাগুক,

ধ্রুবলক্ষ্যে হামাগুড়ি কতকাল? কতকাল কঞ্চির আকারে?

 

ব্যর্থমনােরথ পাণ্ডা, পিণ্ডে তৃপ্তি নেই আর, জাতিস্মর ভুখ,

ধনতন্ত্রে নাভিশ্বাস, পরিচ্ছন্ন স্থান তার প্রস্তুত ভাগাড়ে,

(সাবাস বল্লভ ভাই! প্রকাশ্যেই নেড়ে দিলে গান্ধীব চিবুক)

 

হাজরা পার্কে সভা কাল , নিরপেক্ষ থেকে আর চিত্তে নেই সুখ।

আরো পড়ুন:  আদর্শ

Leave a Comment

error: Content is protected !!