সাম্যবাদী কবি সুভাষ মুখোপাধ্যায়ের (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) পদাতিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৪০ সালে। এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। তিনি ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য মার্কসবাদী কবি ও গদ্যকার। এই বই দিয়ে একদিন তরুণ কবি সুভাষ মুখোপাধ্যায় বাংলা কবিতায় নতুন হাওয়া বইয়ে দিয়েছিলেন। কুঁজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখে তাদের পিঠে হাতুড়ির কথাও তুলেছিলেন। কোনো জড়তা ছাড়া এই স্পষ্ট উচ্চারণ ভাষা পেয়েছিল যে-ছন্দ-শরীরে তা সেদিন অনেকের নজর কেড়েছিল। ছন্দের অত পাকা হাত। আমাদের কবিতায় সে ছিল অতি সুলক্ষণ।
রাজনীতির সঙ্গে কবিতাকে মিলিয়ে মিলিয়ে জীবনটাকে সুভাষ রচনা করেছিলেন অতি যত্নে। হয়তো খুব সাবলীল ছিল না সে জীবন। টানাপোড়েন ছিল, ছিল অনেক ভুল বোঝাবুঝি। কিন্তু কবিতা ছিল তাঁর লক্ষ্মণের গণ্ডি। পদাতিকের সাফল্য তাঁর গলার কাঁটা হয়নি। এর পরেও পাড়ি দিয়েছিলেন আরো অনেক পথ। রোদ্দুরে ডট কম কবি সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ পদাতিককে অনলাইনে সহজলভ্য করে দিয়েছে। নিম্নে কবিতা গ্রন্থটির সূচিপত্র প্রদান করা হলো। আপনারা কবিতার শিরোনামে ক্লিক করে পুরো কবিতাটি পড়তে পারবেন।
২. সকলের গান
৪. রােম্যান্টিক
৫. বিরোধ
৭. বধু
৮. আদর্শ
৯. পলাতক
১০. নির্বাচনিক
১১. নারদের ডায়রি
১২. দলভুক্ত
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।