দু দেয়ালে রুজু রুজু
দুটো ছবি
টাঙানো পেরেকে।
একটিতে কাটায় বিদ্ধ
যীশুখ্রীষ্ট!
অন্যটিতে
হেলায় করেন কর্ণ মৃত্যুকে বরণ
রথের চাকায় হাত রেখে।
দুটোই জ্বলজ্বল করছে
বিধিবহিভূর্ত দুটি
চিরঞ্জীব
জন্মের মহিমা।
তার নিচে
যেখানেই থাকো –
একবার ফিরিয়ে ঘাড়,
দেখ, কুমারী মা :
বাইরে চলে সারারাত অক্লান্ত বর্ষণ
থেকে থেকে চমকাচ্ছে বিদ্যুৎ
জন্মাষ্টমীর মত অন্ধকার
এই আলো-নেভানো শহরে :
দেখ, ঘর আলো ক’রে
জন্মদুঃখী মা আমার
সুখস্বপ্নে
এক হাতে চিবুক।
অন্য হাতে
ভারবহনের গর্বে ধ’রে আছে
জানলার গরাদ।
জেনে তুমি সুখী হও –
কাল তার সাধ ॥
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।