থামাও রথ, কেশব !
দিয়েছ আমায় তত্ত্বজ্ঞান যেসব
ফুরিয়ে গেছে
দিন তার !
নারকী এই কুরুক্ষেত্র ছেড়ে
চাই এবার
পায়ের নিচে মাটি
রাজ্যলোভ, রক্ত, কাটাকাটি
আর নয়।
নরোত্তম, তোমার হাত ধ’রে
ভুবন ভ’রে
দর্শন দিক
সমন্বয়,
সুখশান্তি,
যোগক্ষেম,
প্রেম।
কুরুক্ষেত্রে জন্ম নিক
সখা হে,
আজ এই পুণ্যাহে
দুঃখহরণ চপলচরণ
হৃদয়-বৃন্দাবন।
থামাও রথ, কেশব !
আমায় তুমি দিয়ে এসেছ
তত্ত্বজ্ঞান যেসব
ফুরিয়ে গেছে দিন তার।
পদ্মাআঁখি !
তাকিয়ে দেখ নতুন পথ
খুলে গিয়েছে চিন্তার ।।
সরিয়ে ফেলে পাঞ্চজন্য।
ওষ্ঠে নাও বাঁশি
ফোটাও মুখে আবার ভুবন-
ভোলানো সেই হাসি,
জীবন হওক ধন্য।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।