বজ্রকণ্ঠে তােলাে আওয়াজ
রুখবো দস্যুদলকে আজ,
দেবে না জাপানি উড়ােজাহাজ
ভারতে ছুঁ‘ড়ে স্বরাজ।
এদেশ কাড়তে যেই আসুক,
আমরা সাহসে বেঁধেছি বুক,
তৈরি এখানে কড়া চাবুক,
চলছে কুচকাওয়াজ।
একলা তবু তাে পাঁচ বছর
চীনের গেরিলা লড়ছে জোর,
তাই তাে শহরে গ্রামে কবর
পাচ্ছে জাপ বহর।
আমরা নই তাে ভীরুর জাত
দেব নাকো হতে দেশ বেহাত,
আজকে না যদি হানি আঘাত
দুষবে ভাবী সমাজ।।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।