জনযুদ্ধের গান

বজ্রকণ্ঠে তােলাে আওয়াজ

রুখবো দস্যুদলকে আজ,

দেবে না জাপানি উড়ােজাহাজ

ভারতে ছুঁ‘ড়ে স্বরাজ।

 

এদেশ কাড়তে যেই আসুক,

আমরা সাহসে বেঁধেছি বুক,

তৈরি এখানে কড়া চাবুক,

চলছে কুচকাওয়াজ।

 

একলা তবু তাে পাঁচ বছর

চীনের গেরিলা লড়ছে জোর,

তাই তাে শহরে গ্রামে কবর

পাচ্ছে জাপ বহর।

 

আমরা নই তাে ভীরুর জাত

দেব নাকো হতে দেশ বেহাত,

আজকে না যদি হানি আঘাত

দুষবে ভাবী সমাজ।।

আরো পড়ুন:  ঘোষণা

Leave a Comment

error: Content is protected !!