খুলনায় অবরুদ্ধ সময়ের কবিতা পাঠের অনুষ্ঠানে পঠিত বিবৃতি

আমরা অবরুদ্ধ সময়ের কবিতা সাম্প্রতিক সময়কে ধারণ করে আগামীকে নির্মাণ করার লড়াই করছি। বাংলাদেশে বর্তমানে চকবাজার, বনানীসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে মানুষের মৃত্যুকে আমরা রাষ্ট্রের গণহত্যা হিসাবে দেখতে চাই। অপরিকল্পনা এবং অব্যবস্থাপনার বিপক্ষে আমাদের সংগ্রাম অব্যাহত আছে। দেশে দেশে গণতন্ত্রের সংকট, ভিন্নমত দমন, বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে আল জাজিরা এবং জবান সাইট বন্ধ হয়েছে। সামহোয়্যার ইনসহ ৬০টি প্রচার মাধ্যম বন্ধ হয়েছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বন্ধ সমস্ত ওয়েবসাইট খুলে দেবার দাবী জানাই।

সাম্প্রতিককালে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির মদদে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চসহ অনেক স্থানে ধর্মকে কেন্দ্র করে ভিন্ন ধর্মের মানুষের উপর হামলা হয়েছে। আমরা নিহতদের জন্য শোকজ্ঞাপন করছি। একই সঙ্গে জনগণকে এইসব হামলার বিষয়ে সতর্ক থেকে সব ষড়যন্ত্র বানচাল করে দেবার আহবান জানাই।

ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার রহমতপুর গ্রামে বিজিবি’র আক্রমণে চারজন কৃষকের মৃত্যুর তীব্র প্রতিবাদ জানাই এবং আক্রমণকারী বিজিবি কর্মকর্তাদের শাস্তি দাবী করছি।

আমরা খুলনায় অবরুদ্ধ সময়ের কবিতা আয়োজন করছি পৃথিবীর বৃহত্তম বাদাবন সুন্দরবনকে রক্ষার মহান শপথ নিয়ে। সুন্দরবনের ভেতর সাম্প্রতিককালে বনজীবীদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে। দরিদ্র বনজীবীদের প্রবেশ এবং জীবিকার জন্য প্রয়োজনীয় রসদ সংগ্রহ অবাধ রাখতে হবে। সুন্দরবনকে আমরা পর্যটনের অবাধ ক্ষেত্র করার বিরোধিতা করি এবং বিপন্ন সমস্ত প্রাণী রক্ষা করার জন্য বনজীবীদের জড়িত করার দাবী জানাই। সুন্দরবনের ভেতর দিয়ে অবাধ পরিবহণ চলাচল বন্ধের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রামপাল বিদ্যুৎ প্রকল্পের কাজ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।

আমরা জনগণকে সাথে নিয়ে সকল ধরণের গণবিরোধী কাজকে বন্ধ করে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের জয় অবশ্যম্ভাবী।   

টিকা: গত ৩০ মার্চ ২০১৯ তারিখ বিকেলে বাংলাদেশের খুলনা শহরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অবরুদ্ধ সময়ের কবিতা পাঠ অনুষ্ঠানে বিবৃতি পাঠ করেন কবি হাসান জামিল। আলোকচিত্রটি তুলেছেন পলিয়ার ওয়াহিদ।

আরো পড়ুন:  নেত্রকোনায় অন্তরাশ্রম আয়োজিত কবিতা সন্ধ্যা ও কবিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

বিবৃতিটির ভিডিও দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

Leave a Comment

error: Content is protected !!