সুন্দর

যখন তোমার আঁচল দমকা হাওয়ায় একা একা উড়ছিল

তখনও নয়

বিকেলের পড়ন্ত রোদে বিন্দু বিন্দু ঘাম

তোমার মুখে যখন মুক্তোর মতো জ্বলছিল

তখনও নয়

কী একটা কথায় আকাশ উদ্ভাসিত ক’রে

তুমি যখন হাসলে

তখনও নয়

যখন ভোঁ বাজতেই

মাথায় চটের ফেঁসো জড়ানো এক সমুদ্র

একটি করে ইস্তাহারের জন্যে

উত্তোলিত বাহুর তরঙ্গে তোমাকে ঢেকে দিল

যখন তোমাকে আর দেখা গেল না

তখনই

আশ্চর্য সুন্দর দেখাল তোমাকে ।

আরো পড়ুন:  পূর্বপক্ষ

Leave a Comment

error: Content is protected !!