ফড়েদের প্রতি

আমি জানি, আমি দাবা খেলতে বসলেই
পেছনে হুমড়ি খেয়ে পড়বে এক লক্ষ ফড়ে—
যে যার হাতের কাজ ফেলে রেখে
আমার প্রত্যেকটা চাল
পাখি পড়ানোর মত করে বলে দিতে চাইবে।

আমি ঠিক বুঝে উঠতে পারছি না
এর পর
আমি কি তাদের করজোড়ে বলব—

হে ভদ্রমহোদয়গণ,
হয় চুপচাপ বসে থেকে দেখুন
নয় যে যার জায়গায় ফিরে যান

আমার খেলাটা, দোহাই
এখন থেকে আমাকেই খেলতে দিন।।

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ইতালিয়ান শিল্পী রাফায়েলো সরবির (২৪ ফেব্রুয়ারি ১৮৪৪ – ১৯ ডিসেম্বর ১৯৩১) আঁকা দাবা খেলোয়াড়েরা (The Chess Players) শিরোনামের। শিল্পী এটি এঁকেছিলেন ১৮৮৬ সালে। এখানে চিত্রটির উপরে নিচে সামান্য ছেঁটে ব্যবহার করা হয়েছে।

আরো পড়ুন:  উত্তরপক্ষ

Leave a Comment

error: Content is protected !!