ভানুমতীর খেল

সাদার গায়ে ছিটানও কিছু কালি;

বিষয়আশয় বলতে সেই বুড়োর

আর আছে কী?

       এই নিয়েই তো খালি

যত রাজ্যের চাপান আর উতোর।

 

ইহকালের কাছে তো সেই বুড়ো

পাতেনি হাত ;

       আপনি মিলেছে যা

তাতেই খুশি, হোক না খুদকুঁড়ো

হোক কিছু তার চোখের জলে ভেজা।

 

ইহকালের ভয় নেই আর বুড়োর

ভয়টা শুধু পরকালের এখন

পড়েছে দাঁত, গেছে চোখের নজর

মানে না দেহ আগের কড়া শাসন।

 

স্বর্গনরক পাপপুণ্য ওসব

দেয় না তাকে টান কিংবা ঠেলা

বেঁচে থাকার প্রত্যহই পরব

যা দেখে তাই ভানুমতীর খেলা।।

আরো পড়ুন:  ঘেউ ঘেউ স্বপ্ন অথবা উজবুক

Leave a Comment

error: Content is protected !!