চায়ের দোকান।
তুমুল তর্কে
চিড় খাচ্ছে টেবিল।
হঠাত আওয়াজ।
মাটিতে পা;
হাত আকাশে। মিছিল।
দৃষ্টি বদল।
হাতে বেঁধেছ
হাত। করেছ ঋণী!
ভুলে যাই নি।
ভুলে যাব না
জীবনে কোনোদিনই।।
পাড় ভাঙছে।
ছইয়ের ভেতর
আলো দুলছে। হাওয়া।
সকাল বেলা
ডাঙায় পৌঁছে
বন্দরে চা খাওয়া।
গলা মিলিয়ে
গেয়েছি গান_
‘মা আমার বন্দিনী’।
ভুলে যাই নি।
ভুলে যাব না
জীবনে কোনোদিনই।।
এপারে ঘর।
ওপারে ঘর।
মধ্যে কঠিন দেয়াল।
ভোজের পাত
পেতে রেখেছে
ধুরন্ধর শেয়াল।
শুকনো মুখে
বলেন মা, ‘কী
পেলাম বল দিনি?
ভুলে যাই নি।
ভুলে যাব না
জীবনে কোনোদিনই।।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।