লাইসিয়াম এ্যরিস্টটলের দর্শনাগার বা একাডেমী

লাইসিয়াম বা লাইস্যুম (ইংরেজি: Lyceum বা Lycaeum) প্রাচীন গ্রিসের এথেন্স নগররাষ্ট্রের একটি বাগানের নাম। এখানে ৩৩৫ খ্রি. পূর্বাব্দে এরিস্টটল তাঁর দর্শন প্রচারের কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এ কারণে দর্শনের ইতিহাসে লাইসিয়ামকে এ্যরিস্টটলের দর্শনাগার বা একাডেমী বলেও উল্লেখ করা হয়।

লাইসিয়ামের স্থায়ীত্বকাল প্রায় ৮০০ বছর। এ্যরিস্টটলের মৃত্যুর পর তাঁর শিষ্যগণ লাইসিয়াম পরিচালনা করেন। এঁদের মধ্যে থিওফ্রাস্টাস, ইউডেমাস, ডাইকারকাস এবং স্ট্রাটোর নাম উল্লেখযোগ্য। তবে এ্যরিস্টটলের পরে লাইসিয়াম তার সৃজনশীল ও বিশ্লেষণী চরিত্র হারিয়ে কেবলমাত্র এ্যরিস্টটলের তত্ত্বের ব্যাখ্যাগারে পরিণত হয়। দাসের শোষণের উপর প্রতিষ্ঠিত গ্রিকসমাজের পতনের সঙ্গে লাইসিয়ামের বিলোপ ঘটে।

তথ্যসূত্র:
১. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; জুলাই, ২০০৬; পৃষ্ঠা ২৭১।

বি. দ্র প্রবন্ধে ব্যবহৃত ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া। অলোকচিত্রীর নাম Ad Meskens

আরো পড়ুন:  এম্পেডোক্লিস প্রাচীন গ্রিসের অন্যতম বৈজ্ঞানিক এবং বস্তুবাদী দার্শনিক

Leave a Comment

error: Content is protected !!