ওয়ারশ চুক্তি কি?

পােল্যান্ডের রাজধানী ওয়ারশ মহানগরীতে ১৪ মে ১৯৫৫ তারিখে পূর্ব ইউরােপের সমাজতন্ত্রী দেশগুলির মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযােগিতা ও সাহায্যের ভিত্তিতে ২০ বছরের জন্য সম্পাদিত চুক্তিকে ওয়ারশ চুক্তি (ইংরেজি: Warsaw Pact) বলা হয়। তাতে আলবেনিয়া (১৯৬৮ খ্রিস্টাব্দে নাম প্রত্যাহার করে), বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, জার্মান ডেমােক্রেটিক রিপাবলিক, হাঙ্গেরি, পােল্যান্ড, রুমানিয়া এবং সােভিয়েত ইউনিয়ন যুক্ত হয়েছিল। দেশগুলির একটি যৌথ সশস্ত্র বাহিনী গঠিত হয়। চুক্তি অনুযায়ী শীর্ষে একটি রাজনৈতিক পরামর্শ সমিতি ছিল।

১৯৫৪ খ্রিস্টাব্দের অক্টোবরে পশ্চিম জার্মানি সাম্রাজ্যবাদী ন্যাটো রাষ্ট্রজোটে যােগ দেওয়ার ফলে সমাজতন্ত্রী দেশগুলির নিরাপত্তার তাগিদে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্তর্গত কোনও দেশ আক্রান্ত হলে জোটের অন্যান্য দেশগুলি তার সাহায্যে এগিয়ে আসবে বলে চুক্তি হয়েছিল। জোটবদ্ধ দেশগুলি বছরে একবার যৌথ মহড়ায় অংশ নিত। ১৯৬৮ খ্রিস্টাব্দে চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে একবার সামরিক অভিযান করা হয়েছিল।

ওয়ারশ চুক্তিতে স্বাক্ষরকারীরা অস্ত্র প্রতিযােগিতার অবসান চায়, পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হ্রাস ও বিনষ্টকরণ, রাসায়নিক অস্ত্রের উপর নিষেধাজ্ঞা জারি এবং যাবতীয় নতুন মারণাস্ত্র উৎপাদন রদের সিদ্ধান্ত গ্রহণ করে। তবে ন্যাটো সংগঠন যদি ভেঙে দেওয়া হয় তা হলে ওয়ারশ জোটও ভেঙে দেওয়া হবে বলে অঙ্গীকার করা হয়। ১৯৯১ খ্রিস্টাব্দে সংযুক্ত জার্মানির ন্যাটো থেকে বেরিয়ে আসার পর ওয়ারশ চুক্তির জোট ভেঙে দেওয়া হয়েছে। ১৯৯১ সালের ৩১শে মার্চ ওয়ারশ চুক্তিকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়।

তথ্যসূত্র:

১. গঙ্গোপাধ্যায়, সৌরেন্দ্রমোহন. রাজনীতির অভিধান, আনন্দ পাবলিশার্স প্রা. লি. কলকাতা, তৃতীয় মুদ্রণ, জুলাই ২০১৩, পৃষ্ঠা ৬১।

Leave a Comment

error: Content is protected !!