রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা মহামতি লেনিনের দৃষ্টিতে বিপ্লব

মহামতি লেনিনের বিপ্লব অনেক আলোচনা রয়েছে। সেসব থেকে বিপ্লব সম্পর্কিত আটটি উদ্ধৃতি এখানে দেয়া হয়েছে। মহান রুশ বিপ্লবের শতবর্ষ গোটা দুনিয়াজুড়ে পালিত হচ্ছে। এই বিপ্লবের বিভিন্ন দিক গোটা দুনিয়ায় আলোচিত হচ্ছে। আপনারা এটি দেখবেন এবং লেনিনের বিপ্লব সম্পর্কিত ধারনার সাথে পরিচিত হবেন।

১. রাশিয়ায় বিপ্লবের সরাসরি ও আশু কর্তব্যটা ছিলো বুর্জোয়া-গণতান্ত্রিক: মধ্যযুগীয়তার অবশেষগুলোর উচ্ছেদ, সেগুলোকে শেষপর্যন্ত চূর্ণ করা, রাশিয়া থেকে এই বর্বরতা, এই লজ্জা, আমাদের দেশের সমস্ত সংস্কৃতি ও সমস্ত প্রগতির এই প্রচন্ডতম বাধাটার বিলুপ্তি।

২. জগতজুড়ে বিপ্লব শুরু না হলে অপেক্ষা করাই সমীচীন, একথা বলার অর্থ হলো_ সবাই জবুথবু হয়ে অনন্তকাল অপেক্ষাই করতে থাকো। এটা বাজে কথা।

“জগতজুড়ে বিপ্লব শুরু না হলে অপেক্ষা করাই সমীচীন, এটা বাজে কথা।”— লেনিন

৩. একটা বিপ্লব থেকে আরেকটা বিপ্লব উদ্ভবের জাজ্বল্যমান প্রমাণ বা অভিব্যক্তি হলো সোভিয়েত ব্যবস্থা। সোভিয়েত ব্যবস্থা হলো শ্রমিক ও কৃষকদের জন্য সর্বোচ্চ গণতান্ত্ৰিকতা এবং সেইসঙ্গেই এটার মানে বুর্জোয়া গণতান্ত্রিকতা থেকে বিচ্ছেদ এবং গণতন্ত্রের নতুন, বিশ্ব-ঐতিহাসিক একটা ধরনের অর্থাৎ প্রলেতারীয় গণতান্ত্রিকতার বা প্রলেতারিয়েতের একনায়কত্বের অভ্যুদয়।

৪. “সত্যিকার গণতন্ত্রমুখী বৈশিষ্ট্যের কোনো রাজনৈতিক পরিবর্তনে, রাজনৈতিক বিপ্লবে তো আরো বেশি করেই, সমাজতান্ত্রিক বিপ্লবের স্লোগান কোনো ক্ষেত্রে, কদাচ, কোনো পরিস্হিতিতেই অস্পষ্ট ও দুর্বল হতে পারে না।” — লেনিন

“সত্যিকার গণতন্ত্রমুখী বৈশিষ্ট্যের কোনো রাজনৈতিক পরিবর্তনে, রাজনৈতিক বিপ্লবে তো আরো বেশি করেই, সমাজতান্ত্রিক বিপ্লবের স্লোগান কোনো ক্ষেত্রে, কদাচ, কোনো পরিস্হিতিতেই অস্পষ্ট ও দুর্বল হতে পারে না।” — লেনিন

৫. “পশুপালকদের থেকে প্রলেতারীয় জনগোষ্ঠীতে বদলানোর আগে বিপ্লবীদের রাষ্ট্র, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যকলাপ উন্নয়নে অনেক কাজ করতে হবে।” — ভি আই লেনিন

“পশুপালকদের থেকে প্রলেতারীয় জনগোষ্ঠীতে বদলানোর আগে বিপ্লবীদের রাষ্ট্র, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যকলাপ উন্নয়নে অনেক কাজ করতে হবে।” — ভি আই লেনিন,

৬. “সত্যিকার গণতন্ত্রমুখী বৈশিষ্ট্যের কোনো রাজনৈতিক পরিবর্তনে, রাজনৈতিক বিপ্লবে তো আরো বেশি করেই, সমাজতান্ত্রিক বিপ্লবের স্লোগান কোনো ক্ষেত্রে, কদাচ, কোনো পরিস্হিতিতেই অস্পষ্ট ও দুর্বল হতে পারে না।” — লেনিন

“সত্যিকার গণতন্ত্রমুখী বৈশিষ্ট্যের কোনো রাজনৈতিক পরিবর্তনে, রাজনৈতিক বিপ্লবে তো আরো বেশি করেই, সমাজতান্ত্রিক বিপ্লবের স্লোগান কোনো ক্ষেত্রে, কদাচ, কোনো পরিস্হিতিতেই অস্পষ্ট ও দুর্বল হতে পারে না।” — লেনিন

৭. “সাম্রাজ্যবাদী যুদ্ধ ও সাম্রাজ্যবাদী শান্তি থেকে পৃথিবীর প্রথম দশ কোটি লোককে ছিনিয়ে এনেছে প্রথম বলশেভিক বিপ্লব।”— লেনিন 

“সাম্রাজ্যবাদী যুদ্ধ ও সাম্রাজ্যবাদী শান্তি থেকে পৃথিবীর প্রথম দশ কোটি লোককে ছিনিয়ে এনেছে প্রথম বলশেভিক বিপ্লব।”— লেনিন

৮. বিশৃঙ্খলা ছাড়া সত্যিকার যুদ্ধ অসম্ভব। বিশৃঙ্খলা ছাড়া সমাজতান্ত্রিক বিপ্লবের অপরিহার্য শর্ত ও অনুষঙ্গ — গৃহযুদ্ধও অসম্ভব বটে। বিশৃঙখলার ‘প্রেক্ষিতে’ বিপ্লব ও সমাজতন্ত্রের নিন্দাজ্ঞাপনের একটাই অর্থ: নীতিহীনতা প্রদর্শন এবং কার্যত বুর্জোয়ার পক্ষসমর্থন। “আশ্চর্য ভবিষ্যতবাণী” —ভি আই লেনিন

আরো পড়ুন:  শ্রমিকদের সংগঠন ও বিপ্লবীদের সংগঠন
বিশৃঙ্খলা ছাড়া সত্যিকার যুদ্ধ অসম্ভব।

Leave a Comment

error: Content is protected !!