নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-এর নেত্র বিক্রম চাঁদ বিপ্লবের নেতৃত্বাধীন অংশের কাঠমান্ডু উপত্যকার প্রধান রবি গোলেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
ললিতপুর জেলার বান্দেগাঁও থেকে গোলেকে গ্রেফতার করা হয়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে পুলিশ তার ছয় সহযোগীকেও গ্রেফতার করেছে। তাদের মধ্যে, দুজন দলের জেলা কমিটির সদস্য।
পুলিশ মনে করে যে কাঠমান্ডু উপত্যকায় বোমা বিস্ফোরণের সাম্প্রতিক ঘটনাগুলো গোলের নেতৃত্বে পরিচালিত হয়।
বুধবার নেপালের কাঠমান্ডুতে বসুন্ধরার গোলের বাড়ি থেকে চারটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়। নেপালে সেনা বাহিনীর একটি বোমা বিস্ফোরণ স্কোয়াড বুধবার সন্ধ্যায় তাঁর বাড়িতে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করে।
পুলিশ আরো স্বীকার করে যে আট রাউন্ড গুলিসহ একটি চীনা পিস্তল জব্দ করেছে।