নেদেলিয়া রুশ উদারনৈতিক-নারোদবাদী পত্রিকা

নেদেলিয়া (ইংরেজি: Nedelya) ছিল একটি  রুশ উদারনৈতিক-নারোদবাদী রাজনৈতিক ও সাহিত্যিক সংবাদপত্র। নেদেলিয়া সেন্ট পিটার্সবুর্গে ১৮৮৬ থেকে ১৯০১ সালের মধ্যে প্রকাশিত হতো। পত্রিকাটি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের বিরোধিতা করত এবং তথাকথিত গৌণ বিষয়সমূহ সংক্রান্ত তত্ত্ব প্রচার করত। অর্থাৎ এই পত্রিকার সাথে জড়িত ব্যক্তিগণ বৈপ্লবিক সংগ্রাম থেকে বিরত থেকে “সংস্কৃতিবাদে” ব্যাপৃত থাকতে আহ্বান জানাত বুদ্ধিজীবী সম্প্রদায়ের উদ্দেশ্যে।[১] 

মূলত লেনিন তার নিবন্ধ ‘যে উত্তরাধিকার আমরা পরিত্যাগ করি’তে এই নেদেলিয়াপন্থিদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তারা মূলত রাশিয়ার লড়াকু প্রগতিশীল গণতান্ত্রিক ধারাটির বিরুদ্ধেই তারা ওকালতি করছে। বরং লেনিন উল্লেখ করেছেন তারা ‘রুশ সমাজের সর্বশ্রেষ্ঠ অংশের শ্রেষ্ঠ ঐতিহ্যগুলির সংগে সম্পর্ক’কে আরো আঁকড়ে ধরে এগিয়েছেন এবং সকল রকমের নারোদবাদী আবর্জনা থেকে রাশিয়াকে মুক্ত করছেন।[২]

তথ্যসূত্র:

০১. ভি. আই. লেনিন; যে উত্তরাধিকার আমরা পরিত্যাগ করি; প্রগতি প্রকাশন, মস্কো; ১৯৮৮ পৃষ্ঠা- ৫৯।

০২. ঐ, পৃষ্ঠা-৫৪।

আরো পড়ুন:  বড়-রুশীদের জাতীয় গর্ববোধ

Leave a Comment

error: Content is protected !!