আনমনে পথ চলা নিয়ে আসে আবছায়ায় পর্দার কাছে
নিখোঁজ কিছু মিলে যায় আড়ালের দৃষ্টিতে,
বহুদূর জুড়ে দেখা যায় নিশানার রেখা,
মনকে ভুলিয়ে দেয়া কলমিলতার ফুল।
বেগুনি রঙের সাজে সেজেছে জমিন খোলা আকাশের নিচে,
শত শত ফুল যেন এক ঝাঁক আকাশের তারা;
ভোরের পাখির বিচরণ কোলাহলের ছন্দ তুলে সারা বিলে,
নির্ভীক চোখ উর্ধ্বে তাকিয়ে হেমন্তের কোমলতাকে ডাকে আয় আয়।
সকালের আলতো আলোয় তারা কথা কয়,
খেলা হয় বিন্দু বিন্দু কণার সাথে,
বাতাসের মৃদু দোলায় দোলে তার লিকলিকে দেহ;
পাপড়ি নড়ে প্রশান্ত জলের ঝিলে,
চোখ টিপে চলে একেকটি তরতাজা প্রাণ।
সারাদিন নেচে নেচে যে ফড়িং ফিরে যায় নীড়ে;
আমার মন নাচে তারই হাতে হাত ধরে ধরে,
গোল হয়ে ঘুরে ঘুরে নবাগত শিশুর মতো যে নতুন দিন আসে
সেই মুখ স্বপ্নে সাজায় একঝাঁক জীবনের কথা নিয়ে।
২০১১
কলেজ রোড, দিনাজপুর
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র সমভূমিতে ফুল ফোঁটা পিচ গাছ (Peach Trees in Blossom)। শিল্পী চিত্রটি আঁকেন এপ্রিল ১৮৮৯ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ১০ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।