আমরা এবং ফেরেশতা বর্জিত রাস্তা

আগাছা পরিষ্কার করতে করতে
রাস্তা দিয়ে হেঁটে গেছে একপাল শুয়োর
ফেরেশতা বর্জিত একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি
ভাবছি একপাল শুয়োরর উপরে ফেলেছে
মাটির রস শুষে নেওয়া দূরন্ত ঝোপ এবং
রাস্তাটা খুব পরিস্কার দেখাচ্ছে
এই পরিষ্কার রাস্তাটি ফেরেশতা বর্জিত
আমরা ফেরেশতা বর্জিত রাস্তা দিয়ে হাঁটছি…।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি অস্তিত্বের জন্যে যুদ্ধ চাই কাব্যগ্রন্থের সপ্তম কবিতা।

আরো পড়ুন:  জলছবি

Leave a Comment

error: Content is protected !!