(কমরেড এম এ মতিনকে নিবেদিত)
আমি অকবি হাসন লাল
উত্তর দক্ষিণ এখানে সেখানে
স্টেশন টারমিনাল ঘুরে
যার সাথে দেখা হত আমার
সেই এম. এ. মতিন আমার ভাই অথবা বন্ধু
অভাগা বাংলার প্রতীক
জানতেন
আমাকে আসতেই হবে
আমাদের জীর্ণ জীবনগুলো
একটি কেন্দ্রে আবর্তিত
হতেই হতো
তিনি প্রবলভাবে ঘৃণা করতেন
আমি প্রবলভাবে ঘৃণা করতাম
আমরা প্রবলভাবে ঘৃণা করি
বল ঘৃণা করি
ঘৃণা করি………
কী ঘৃণা করি?
……………………
আর আমাদের ভালবাসা?
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।