সারা মাঠ ঘুরেছে যে কৃষক
তার রোদে পোড়া পেশীর ঘাম ঝরা শ্রম
একটু একটু করে হারায় মহাজনের ঘরে।
এক ঋতুতে চাষ করে জমি, এক ঋতুতে
আশা বপন, আরেক ঋতুতে টেনে যায়
আরো কিছুদিন বাঁচার হাঁপর।
ঢি ঢি পড়ে গেছে সারা আকাশে, মেঘের কোলে মেঘ
অনেক তো হলো সূর্যস্নান তেল চিটচিটে দেহে,
এবার একটু সুখে বৃষ্টি নামুক মাটির বুকে,
ক্ষেত কাদায় ভরুক, আরেকটি স্বপ্ন বপন হোক।
৮ সেপ্টেম্বর, ২০১৪
আকুয়া, ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র আলু তোলা, পাঁচজন মানুষ (Potato harvest (five figures))। শিল্পী চিত্রটি আঁকেন আগস্ট ১৮৮৩ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ৪২ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।