বিকেলের কূলে

একদিন এই পৃথিবীর বুকে ছিলো আমাদের রক্তিম বিকেল
ছিলো লুটিয়ে পড়া প্রেমে লুকোচুরি মনের শব্দ গাঁথামালা
ছিলো উথাল ঢেউ ওঠা নগরের বুকে সাঁতারু উষ্ণ শরীর
হৃদয়ে ছিলো এক সাথে চলার বিরহরহিত কিছু মিলনের ধ্বনি।

শেষ বিকেলের কূলে দাঁড়িয়ে আজো কানাকানি করে স্মৃতিরা,
আজ তুমি হেঁটে হেঁটে চলে যাও কোনো নগরীর সান বাঁধা তীরে,
কার বুকে আছড়ে পড়ো কথার মালা নিয়ে প্রভাতে-নিশিতে,
আজকের বিরহেরা ঘর বাঁধে শ্বশানডাঙ্গার চরে স্মৃতির কিনারে।

তবু এই সংসারের মাঝে আমাদের প্রেম আছে ঘেঁষাঘেঁষি করে
বিচ্ছেদেরা সব জ্বালা ঢেকে আজো ডাকে মিলনের দুয়ারে,
নদী তীরের তপ্ত বালুকা থেকে হয় হৃদয়ের লেনদেন,
একটি সতেজ বুক আজও খালি,যদি আসো আরেকবার।

পুরনো গাছে জড়িয়ে থাকা দীর্ঘজীবী লতাটারমতো
হাজারবার ছিঁড়ে যাওয়া অতীতের স্মৃতিটুকু টেনে বাঁধি হৃদমাঝারে।

৩ সেপ্টেম্বর, ২০১৫
জুবিলী কোয়ার্টার,ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র কিষাণ দম্পতি কাজে চলেছে (Peasant Couple Going to Work / Morning: Going out to Work)। শিল্পী চিত্রটি আঁকেন জানুয়ারি ১৮৯০ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৫০ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

Leave a Comment

error: Content is protected !!